India Vs New Zealand

বডোদরায় নতুন স্টেডিয়ামে দু’ইনিংসের মাঝে সংবর্ধিত কোহলি-রোহিত, ছিলেন আইসিসি চেয়ারম্যান জয়ও

ভারতীয় ক্রিকেটে বিশেষ অবদানের জন্য সংবর্ধিত হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। রবিবার ভারত-নিউ জ়িল্যান্ড প্রথম এক দিনের ম্যাচের দু’ইনিংসের মাঝে সংবর্ধনা দেওয়া হয় তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:৪১
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা (ডান দিকে)। ছবি: এক্স।

বডোদরায় নতুন স্টেডিয়ামে সংর্বধিত হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। রবিবার ভারত-নিউ জ়িল্যান্ডের প্রথম এক দিনের ম্যাচের মাঝে দুই ক্রিকেটারকে সংবর্ধনা দেয় বডোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান জয় শাহ।

Advertisement

নিউ জ়িল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর মাঠের এক ধারে আয়োজন করা হয় ছোট্ট অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সংবর্ধিত হলেন ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক। মঞ্চের উপর ক্রিকেট ব্যাটের মতো দেখতে একটি বিরাট বাক্স রাখা হয়। তাতে ছিল দু’পাল্লার দরজা। বাঁ দিকের পাল্লায় ছিল কোহলির ছবি। ডান দিকের পাল্লায় রোহিতের ছবি। ব্যাটের দরজা খুলতে দেখা যায় দুই ক্রিকেটার দাঁড়িয়ে রয়েছেন তার ভিতরে। বডোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তাঁদের বাইরে নিয়ে আসেন। দু’জনের হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক। তার পর দু’জনে নিজেদের ছবির পাশে সই করেন। ভারতীয় ক্রিকেটে বিশেষ অবদানের জন্য এ দিন সংবর্ধনা জানানো হয় কোহলি এবং রোহিতকে।

বডোদরার নতুন কোটাম্বি স্টেডিয়ামে এই প্রথম পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ হল। সেই উপলক্ষ্যেই এ দিন সংবর্ধনা দেওয়া হয় কোহলি এবং রোহিতকে। দু’জনেই টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। দেশের হয়ে এখন শুধু এক দিনের ম্যাচ খেলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement