Asia Cup 2023

সহজ ক্যাচ ফস্কানোর পরেই নজির কোহলির! এক দিনের ক্রিকেটে কোন কীর্তি গড়লেন বিরাট?

নেপালের বিরুদ্ধে প্রত্যাশিত মানের ফিল্ডিং করতে পারেননি কোহলি। একটি সহজ ক্যাচ ফেলেছেন। তবু সোমবার এক দিনের ক্রিকেটে একটি কীর্তিও গড়েছেন ফিল্ডার কোহলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৪
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। নেপালের ইনিংসের ৩০ তম ওভারে মহম্মদ সিরাজের বলে নেপালের আসিফ শেখের ক্যাচ ধরে নতুন নজির গড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

শর্ট কভারে ফিল্ডিং করছিলেন কোহলি। সেখানেই আসে আসিফের ক্যাচ। এক হাতে ক্যাচ ধরেন তিনি। আসিফের দেওয়া ক্যাচ এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ১৪৩তম ক্যাচ। এক দিনের ক্রিকেটে ক্যাচের সংখ্যায় নিউ জ়িল্যান্ডের রস টেলরকে টপকে গেলেন তিনি। তাঁর ধরা ক্যাচের সংখ্যা ১৪২। চলে এলেন এই তালিকার চতুর্থ স্থানে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও এখনও শীর্ষে উঠতে পারেননি কোহলি।

এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরার নজির রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনের। তিনি মোট ২১৮টি ক্যাচ ধরে ছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। এক দিনের ক্রিকেটের ১৬০টি ক্যাচ রয়েছে তাঁর ঝুলিতে। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি এক দিনের আন্তর্জাতিকে ১৫৬টি ক্যাচ নিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনিই রয়েছেন শীর্ষে। কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে। ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর ধরা ক্যাচের সংখ্যা ১৪০টি। সব মিলিয়ে তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। টেলরের ঠিক পরেই।

Advertisement

নজির তৈরি করলেও সোমবার নেপালের বিরুদ্ধে প্রত্যাশিত ফিল্ডিং করতে পারেননি কোহলি। ম্যাচের দ্বিতীয় ওভারে সিরাজের বলেই সহজ ক্যাচ দিয়েছিলেন আসিফ। শর্ট কভারে দাঁড়ানো কোহলি অবিশ্বাস্য ভাবে সেই ক্যাচ ফেলে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন