IPL 2026

কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা, আরসিবি-র বাণিজ্যিক সংস্থার সঙ্গে কিছুতেই নতুন চুক্তি করছেন না বিরাট

আরসিবির সঙ্গে যুক্ত একটি সংস্থা ২০২৬ সালের আইপিএলেও বিরাট কোহলিকে তাদের প্রচারের প্রধান মুখ করতে চায়। কিন্তু কোহলি সংস্থাটির সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করতে চাইছেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৬:৩১
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি, টেস্ট ক্রিকেটের পর আইপিএল থেকেও অবসর নিতে পারেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত একটি সংস্থার সঙ্গে চুক্তি মেয়াদ বৃদ্ধি করতে রাজি হননি তিনি। তাতেই তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

Advertisement

কোহলি নিজে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। তবে তিনি একাধিক বার নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ক্রীড়া ওয়েবসাইট ‘রেভ স্পোর্টস’-এর প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ২০২৬ সালের আইপিএলের জন্য বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত বাণিজ্যিক সংস্থাটির কর্তৃপক্ষ একাধিক বার চুক্তি পুনর্নবীকরণের প্রস্তাব দিয়েছেন কোহলিকে। প্রতি বারই কোহলি অপেক্ষা করতে বলেছেন তাঁদের। কোহলির বার বার প্রত্যাখ্যান ঘিরেই তৈরি হয়েছে তাঁর অবসরের জল্পনা।

২০২৬ সালের আইপিএলেও সংস্থাটি কোহলিকে তাঁদের প্রচারের প্রধান মুখ করতে চায়। কিন্তু রাজি হচ্ছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি তাঁর মুখ বেঙ্গালুরুর প্রচারেও আর ব্যবহার করতে দিতে চান না বলে শোনা যাচ্ছে। গত মরসুমের আগে কোহলিকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। সেই প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। শেষে অধিনায়ক করা হয় রজত পাটিদারকে। তাঁর নেতৃত্বেই গত বার প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হন কোহলি।

Advertisement

কোহলির ঘনিষ্ঠ মহলসূত্রে জানা গিয়েছে, মহেন্দ্র সিংহ ধোনিকে অনুসরণ করতে চান না কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৯ সালে অবসর নেওয়ার পর এখনও ধোনি আইপিএল খেলে চলেছেন। কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর। গত আইপিএলের সময় বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকেও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর দীর্ঘ দিন আইপিএল খেলার বিপক্ষে কোহলি।

গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর দেশের হয়ে খেলেননি কোহলি। আসন্ন অস্ট্রেলিয়া সফরের এক দিনের সিরিজ়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। গত আইপিএলের পর থেকেই পরিবার নিয়ে তিনি লন্ডনে রয়েছেন। তার মধ্যেই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement