India

Virat Kohli: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের আগে ভিডিয়ো কলে কোহলীর মন্ত্র যুব ভারতকে

ফাইনালের মতো বড় ম্যাচে কী রকম মানসিকতা নিয়ে নামা উচিত, কখন আগ্রাসন দেখানো প্রয়োজন, পরামর্শ পান যশ ঢুল, শেখ রশিদরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২০
Share:

পরামর্শ: যশদের সঙ্গে কথা বললেন কোহলি। ফাইল চিত্র।

অ্যান্টিগার সেন্ট জনসে বুধবার অস্ট্রেলিয়াকে ৯৬ রানে হারিয়ে টানা চার বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। তার পরের দিনই ক্রিকেটারদের জন্য এক উপহার নিয়ে হাজির জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। জ়ুম কলের মাধ্যমে কিংবদন্তি বিরাট কোহলির সঙ্গে তরুণ প্রজন্মের আলাপ করিয়ে দেন প্রাক্তন ব্যাটার।

Advertisement

প্রাক্তন ভারত অধিনায়কের কাছ থেকে নানা ধরনের পরামর্শ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারেরা। ফাইনালের মতো বড় ম্যাচে কী রকম মানসিকতা নিয়ে নামা উচিত, কখন আগ্রাসন দেখানো প্রয়োজন, পরামর্শ পান যশ, শেখ রশিদরা। ২০০৮ সালে বিরাটের হাত ধরেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। সে বিষয়েও তাঁর সঙ্গে কথা বলেন বর্তমান দলের ক্রিকেটারেরা।

ভারতীয় যুব দলের পেসার রাজবর্ধন হাঙ্গারগেকর একটি টুইট করে লিখেছেন, ‘‘বিরাট ভাই, তোমার সঙ্গে আলোচনা করতে পেরে আমি সত্যি মুগ্ধ। ক্রিকেট জীবন ও তার বাইরের ভূমিকা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।’’ অফস্পিনার কৌশল তাম্বে লিখেছেন, ‘‘ফাইনালের আগে কিংবদন্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেলাম। অনেক ধন্যবাদ।!’’

Advertisement

ভারতের চূড়ান্ত পরীক্ষা ইংল্যান্ডের বিরুদ্ধে। শনিবারের ফাইনালে জয়ের ব্যাপারেও কিন্তু রীতিমতো আত্মবিশ্বাসী মনে হয়েছে অধিনায়ক যশকে। ঘটনাচক্রে তিনি ভারতের তৃতীয় অধিনায়ক যিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেঞ্চুরি করলেন। বিরাট কোহলি ও উন্মুক্ত চন্দের পরে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে যশ বুধবার বলেছেন, ‘‘আমার আর রশিদের পরিকল্পনাই ছিল একেবারে শেষ পর্যন্ত ব্যাট করার। বলতে গেলে সেটা অনেকটাই পেরেছি। সেঞ্চুরি করেও গর্ব হচ্ছে। আমরা কিন্তু ৪০ ওভারের আগে পর্যন্ত খুব বেশি শট নেওয়ার চেষ্টা করিনি। সেটাও আগে থেকে ঠিক করা ছিল। রশিদও অসাধারণ ব্যাটিং করেছে। ও খুবই শক্ত মনের ছেলে। এতদিন আমরা একসঙ্গেই জৈব সুরক্ষা বলয়ে কাটিয়েছি।’’

যশের প্রয়াসে মুগ্ধ মাইকেল ভন থেকে যুবরাজ সিংহ। প্রশংসা করলেন ব্র্যাড হগও। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের টুইট, ‘‘অসাধারণ খেললো তরুণ ভারতীয় ক্রিকেটারেরা। চাপের মধ্যেও যে ভাবে ব্যাট করল যশ ও রশিদ, তা মুগ্ধ করতে বাধ্য। ওদের দেখে আমারও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কথা মনে পড়ে যাচ্ছিল। এ বার কাপ নিয়ে আসতে হবে।’’ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, ‘‘ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং দেখে প্রশংসা করতেই হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন