India vs Australia 2025

নেটে চনমনে কোহলির এক ঘণ্টা, চেনা ফর্মে খেললেন বড় শট, মরিয়া রোহিত সকলের আগে অনুশীলনে

সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পার্‌থে রান পাননি বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে রান পেতে মরিয়া দু’জনেই। অনুশীলনে দুই সিনিয়র ব্যাটারকে দেখে তেমনই মনে হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৮:২১
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত প্রথম এক দিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে। সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বিরাট কোহলি আট বল খেলে করেছিলেন শূন্য। অ্যাডিলেডে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগে কোহলি অবশ্য চনমনে। সাবলীল ব্যাটিং করেছেন অনুশীলনেও। এ দিন সকলের আগে অনুশীলনে পৌঁছোন রানের খোঁজে থাকা রোহিত শর্মা।

Advertisement

পার্‌থে মিচেল স্টার্কের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন কোহলি। ব্যাক ফুটে গিয়েও বাড়তি বাউন্স সামলাতে পারেননি। গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রাক্তন চ্যাম্পিয়নের ফর্ম নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। প্রাক্তন ক্রিকেটারদের দু’-এক জন অনুশীলনের অভাবকে দায়ী করেছিলেন। এক ম্যাচের ব্যর্থতায় চিন্তিত নন কোহলি। অ্যাডিলেডে দলের অনুশীলনে বেশ চনমনে দেখিয়েছে তাঁকে।

এক দিনের ক্রিকেটে অ্যাডিলেডের ২২ গজে বেশ সফল কোহলি। এই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি এক দিনের ম্যাচে তাঁর রান ২৪৪। দু’টি শতরানও রয়েছে এই মাঠে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে অ্যাডিলেডে ১২টি ম্যাচ খেলেছেন কোহলি। ৬৫ গড়ে করেছেন ৯৭৫ রান। অতীত রেকর্ডই হয়তো চনমনে রেখেছে তাঁকে। মঙ্গলবার প্রায় এক ঘণ্টা নেটে ব্যাট করেছেন কোহলি। ব্যাট হাতে চেনা মেজাজে দেখা গিয়েছে তাঁকে। সব দিকে শট মেরেছেন। কোনও সমস্যা রয়েছে বলে মনে হয়নি। আত্মবিশ্বাসের সঙ্গে সামলেছেন সকলের বল। বেশ কিছু বড় শটও খেলেছেন। ব্যাটিং অনুশীলনের পরও বেশ হাসিখুশি ছিলেন কোহলি।

Advertisement

এ দিন নেটে প্রায় এক ঘণ্টা ব্যাট করেছেন রোহিত। এক দিনের দলের নেতৃত্ব হারিয়ে অস্ট্রেলিয়ায় সফরে গিয়েছেন রোহিত। তিনিও কোহলির মতো সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। পার্‌থে ৮ রানে আউট হয়ে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে রান পেতে মরিয়া তিনিও। সকলের আগে অনুশীলনে আসেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement