(বাঁ দিকে) বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ শুরুর আগেই সুখবর ভারতীয় শিবিরে। একই সঙ্গে চাপ বাড়ল কোচ গৌতম গম্ভীরেরও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এক দিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় এগোলেন বিরাট কোহলি।
রাঁচীতে ১৩৫ রানের ইনিংসের সুবাদে ক্রমতালিকায় এগোলেন কোহলি। এক ধাপ এগিয়ে তিনি এখন চতুর্থ স্থানে। কোহলির রেটিং ৭৫১। চার থেকে পাঁচে নেমে গিয়েছেন শুভমন গিল। তাঁর রেটিং ৭৩৮। আগের মতোই ক্রমতালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছেন রোহিত শর্মা। তাঁর রেটিং ৭৮৩। ক্রমতালিকায় প্রথম ১০-এ আছেন শ্রেয়স আয়ারও। ৬৯৩ রেটিং নিয়ে শ্রেয়স ন’নম্বরে। ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউ জ়িল্যান্ডের ডারিল মিচেল। তাঁর রেটিং ৭৬৬। তৃতীয় স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জ়াদরান। তাঁর রেটিং ৭৬৪। দু’জনেরই অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।
আইসিসির নতুন ক্রমতালিকা অনুযায়ী এক দিনের ক্রিকেটে বিশ্বের প্রথম চার ব্যাটারের মধ্যে রয়েছেন রোহিত এবং কোহলি। দু’জনে ধারাবাহিক ভাবে রানও করছেন। দুই সিনিয়র ব্যাটারকে নিয়ে ক্রমশ চাপ বাড়ছে গৌতম গম্ভীরের উপর। দু’জনের সঙ্গে দূরত্ব তৈরি হলেও তাঁদের রাখতে হচ্ছে ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনায়।