অনুশীলনের পর ভক্তদের সই বিলোচ্ছেন কোহলি। ছবি: সমাজমাধ্যম।
অস্ট্রেলিয়া সফরে এক দিনের দলে ফিরেছেন বিরাট কোহলি। দীর্ঘ দিন বাদে তাঁকে দেখতে পেয়েছেন পুরনো সতীর্থেরা। তাই সুযোগ পেয়ে কোহলির সঙ্গে মজা করতে ছাড়েননি। সতীর্থদের কাণ্ড দেখে হাসি চাপতে পারেননি বিরাটও। তবে ৩৬ বছর বয়সেও কোহলির স্ফূর্তি এবং অনুশীলনের প্রতি দায়বদ্ধতা নজর কেড়ে নিয়েছে বাকিদের।
শুক্রবার ভারতীয় দলের দৌড় অনুশীলন হচ্ছিল। কোহলির পাশে ভারতের আরও কয়েক জন ক্রিকেটার দাঁড়িয়েছিলেন একসঙ্গে দৌড়বেন বলে। বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দৌড় শুরু করে দেন কোহলি। সতীর্থেরা তখনও স্টার্টিং লাইন-আপেই দাঁড়িয়েছিলেন। প্রায় ২০ মিটার দৌড়নোর পর কোহলি বুঝতে পারেন তিনি একাই ছুটছেন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েন। পিছনে তাকিয়ে দেখেন সতীর্থেরা তখন হাসাহাসি করছেন। সে সব দেখে কোহলি নিজেও হেসে ফেলেন।
বৃহস্পতিবার প্রথম অনুশীলনে হালকা গা ঘামিয়েছিলেন কোহলি। ব্যাটিং করেছিলেন কিছু ক্ষণ। শুক্রবার তাঁকে পুরোদস্তুর অনুশীলনে দেখা গিয়েছে। পার্থের কড়া রোদেও নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। বাকিদের যেখানে ক্লান্ত দেখিয়েছে, সেখানে কোহলির তেজ এবং স্ফূর্তি ছিল দেখার মতো।
শুরু হয় ফিল্ডিং অনুশীলন দিয়ে। একটি উইকেট লক্ষ্য করে বল ছুড়তে হচ্ছিল। যত বারই কোহলির থ্রো উইকেটে লাগছিল, সতীর্থদের সঙ্গে উৎসবে মেতে উঠছিলেন। তাঁর থ্রো এবং দৌড় আরও এক বার দেখিয়ে দিয়েছে কেন তাঁকে বিশ্বের সবচেয়ে ফিট ক্রিকেটার বলা হয়।
‘রেভস্পোর্টজ়’ জানিয়েছে, অনুশীলনের মাঝে কোহলিকে হালকা মজা করতে দেখা গিয়েছে শুভমন গিল এবং অক্ষর পটেলের সঙ্গে। ‘স্টার স্পোর্টস’-এর ভিডিয়োয় দেখা গিয়েছে, অর্শদীপ সিংহের সঙ্গে পঞ্জাবি গানের তালে নাচছেন কোহলি। মজা করছেন হর্ষিত রানার সঙ্গে।
ব্যাটিংয়ের সময় মূলত জোরে বোলিং খেলেছেন কোহলি। পিচের বাউন্স বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। পুরোপুরি সন্তুষ্ট হতে দেখা যায়নি তাঁকে। উঁচু হয়ে আসা বল খেলতে মাঝেমাঝে সমস্যা হয়েছে। কিছু ক্ষণ পর স্পিন বোলিং খেলেনি। গত কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে বার বার স্পিনারদের কাছে আউট হয়েছেন কোহলি। এ বার প্রস্তুতি ফাঁক রাখতে চাইছেন না।