Vijay Hazare trophy

বিজয় হজারে ট্রফিতে সমান ম্যাচ খেলবেন, তবু রোহিতের চেয়ে বেশি টাকা পাবেন কোহলি!

বিজয় হজারে ট্রফিতে তিনটি করে ম্যাচ খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবু রোহিতের চেয়ে বেশি আয় করবেন কোহলি। অথচ দু’জনেই সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের তালিকায় রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১১:১৯
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিরাট কোহলি এবং রোহিত শর্মা দু’জনেই বিজয় হজারে ট্রফি খেলবেন। ভারতের দুই সিনিয়র ব্যাটারকে দীর্ঘ দিন পর এই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে। নিজেদের ম্যাচ ফিট রাখার জন্যই ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতায় খেলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে দু’জনের ম্যাচ ফি সমান নয়।

Advertisement

কোহলি এবং রোহিতের বিজয় হজারে ট্রফি খেলার নেপথ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশও। দু’জনেরই তিনটি করে ম্যাচ খেলার কথা। তবে বিজয় হজারে ট্রফি খেলার অভিজ্ঞতা রোহিতের থেকে বেশি কোহলির। সে কারণে তাঁদের ম্যাচ ফি-র পার্থক্য হবে। বিসিসিআইয়ের ম্যাচ ফি-র যে কাঠামো রয়েছে, সেই অনুযায়ী যে ক্রিকেটারেরা ৪১টি বা তার বেশি লিস্ট এ (৫০ ওভারের) ম্যাচ খেলেছেন, তাঁরা ৬০ হাজার টাকা করে পাবেন। ২১টি থেকে ৪০টি ম্যাচ খেলা ক্রিকেটারেরা পাবেন ৫০ হাজার টাকা করে। আর ২০টি পর্যন্ত ম্যাচ খেলা ক্রিকেটারেরা পাবেন ৪০ হাজার টাকা করে।

কোহলি লিস্ট এ ম্যাচ খেলেছেন ৪১টি। এ ছাড়াও দীর্ঘ দিন দেশের হয়ে খেলছেন। তিনি সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের তালিকায় রয়েছেন। রোহিতও একই তালিকায় রয়েছেন তাঁর সঙ্গে। দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। কিন্তু তিনি লিস্ট এ ম্যাচ খেলেছেন ১৮টি। তাই বিজয় হজারে ট্রফি থেকে রোহিতের আয় কিছুটা কম হবে। দিল্লির হয়ে খেলে ম্যাচ ফি বাবদ কোহলি পাবেন ১ লাখ ৮০ হাজার টাকা। অন্য দিকে, মুম্বইয়ের হয়ে খেলে রোহিত পাবেন ১ লাখ ২০ হাজার টাকা।

Advertisement

কোহলি ম্যাচ ফি পাবেন ৬০ হাজার টাকা করে। রোহিত পাবেন ৪০ হাজার টাকা করে। লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতার পার্থক্যের কারণেই রোহিতের চেয়ে দেড় গুণ বেশি আয় করবেন কোহলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement