Virat Kohli

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলছেন না কোহলি, জোড়া অভিষেক ভারতীয় দলে

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের আগে ধাক্কা খেল ভারতীয় দল। খেলতে পারবেন না বিরাট কোহলি। টস করতে এসে রোহিত শর্মা জানালেন, কোহলির হাঁটুতে হালকা চোট রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৮
Share:

ডান পায়ে স্ট্র্যাপ বেঁধে হালকা অনুশীলনে বিরাট কোহলি। নাগপুরে বৃহস্পতিবার। ছবি: সমাজমাধ্যম।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের আগে ধাক্কা খেল ভারতীয় দল। খেলতে পারবেন না বিরাট কোহলি। টস করতে এসে রোহিত শর্মা জানালেন, কোহলির হাঁটুতে হালকা চোট রয়েছে। বুধবারই সেই চোট পেয়েছেন। ভারতীয় দলে দু’জন ক্রিকেটারের অভিষেক হচ্ছে।

Advertisement

টস করতে এসে রোহিত বলেছেন, “দুর্ভাগ্যবশত এই ম্যাচে কোহলি খেলতে পারছে না। কাল রাত থেকে ওর হাঁটুতে কিছু একটা সমস্যা হয়েছে।” এ দিন সকালে কোহলির ডান হাঁটুতে স্ট্র্যাপ জড়ানো অবস্থায় দেখা গিয়েছে। সেই নিয়েই ‘টিম হাডল’-এ যোগ দেন তিনি। অভিষেক হওয়া দুই ভারতীয় ক্রিকেটার হলেন যশস্বী জয়সওয়াল এবং হর্ষিত রানা। দু’জনেই এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন। এক দিনের ক্রিকেটেও এ বার তাঁদের অভিষেক হচ্ছে।

বিশ্বকাপের পর আবার এক দিনের দলে ফিরলেন মহম্মদ শামি। কোহলি না খেলায় শ্রেয়স আয়ারকে তিনে খেলতে হবে। চারে শুভমন গিল। উইকেটকিপার হিসাবে ঋষভ পন্থের জায়গা হয়নি। কেএল রাহুল সেই দায়িত্ব পালন করবেন। ভারত খেলছে দুই পেসার, এক স্পিনার এবং তিন অলরাউন্ডারে।

Advertisement

টেস্টে ওপেনার হিসাবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন যশস্বী। টি-টোয়েন্টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দুই বিভাগেই তিনি ওপেনিংয়ে ভারতের ভরসাযোগ্য ব্যাটার। এ বার এক দিনের ক্রিকেটেও তাঁকে খেলানো হচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই যশস্বীকে তৈরি রাখা হচ্ছে।

গত বছর কেকেআরের হয়ে ভাল খেলার পর থেকেই চর্চায় হর্ষিত। অস্ট্রেলিয়া সফরে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ে খেলেছেন। এ বার ৫০ ওভারের ক্রিকেটে তাঁর বোলিং দেখা যাবে। চোট পাওয়া জসপ্রীত বুমরাহের জায়গায় তাঁকে তৈরি রাখা হতে পারে। কোচ গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার হর্ষিত।

টসে হারলেও তা নিয়ে ভাবিত নন রোহিত। তিনি বলেছেন, “আমরা প্রথম বল করতেই চেয়েছিলাম। তবে টসে আমাদের কিছু যায়-আসে না। বল হাতে শুরু থেকে আগ্রাসী খেলতে চাই আমরা। তার পরে শেষ দিকে ভাল খেলার কথা ভাবব।”

অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর ভারতের জার্সিতে এই প্রথম মাঠে নামছেন রোহিত। সে সম্পর্কে বলেছেন, “বেশ কিছুটা ছুটি পেয়ে ভাল লাগছে। তরতাজা হয়ে শুরু করছি। ভাল খেলার জন্য মরিয়া। সামনে যা সুযোগ রয়েছে সেটা পুরোপুরি কাজে লাগানোই আমাদের লক্ষ্য।”

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ার, শুভমন গিল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement