Virat Kohli

দেশে ফিরতেই চর্চায় বিরাটের পোশাক! কার্ডিগানে ‘এ’ অক্ষর নিয়ে জল্পনা

নিউ জ়িল্যান্ড সিরিজ় খেলতে দেশে ফিরলেন বিরাট কোহলি। তাঁর পোশাক নিয়ে চলছে জল্পনা। তাঁর পোশাকে ইংরেজির একটি অক্ষর লেখা, যা দেখে মনে করা হচ্ছে, স্ত্রীর প্রতি নিজের ভালবাসাকেই তুলে ধরতে চেয়েছেন কোহলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:২০
Share:

সেই কার্ডিগান পরে বিরাট কোহলি। ছবি: সমাজমাধ্যম।

নিউ জ়িল্যান্ড সিরিজ় খেলতে দেশে ফিরলেন বিরাট কোহলি। মঙ্গলবার রাতে তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। তবে কোহলির পোশাক নিয়ে চলছে জল্পনা। তাঁর পোশাকে ইংরেজির একটি অক্ষর লেখা, যা দেখে মনে করা হচ্ছে, স্ত্রীর প্রতি নিজের ভালবাসাকেই তুলে ধরতে চেয়েছেন কোহলি।

Advertisement

কোহলিকে হাসিমুখে মুম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তাঁর গায়ে ছিল কালো কার্ডিগান। ভেতরে নীল টিশার্ট এবং আকাশ নীল রঙের জিন্‌স পরেছিলেন। তবে কার্ডিগানের বুকের বাঁ দিকে খোদাই করা ছিল ইংরেজি ‘এ’ অক্ষর। তার উপরে ছিল একটি লাল রংয়ের ভালবাসার ইমোজি।

কোহলির সঙ্গে দেশে ফিরতে দেখা যায়নি অনুষ্কাকে। তা দেখেই সমর্থকদের ধারণা, কোহলি স্ত্রীকে কোনও বার্তা দিতেই এ ধরনের পোশাক পরেছেন।

Advertisement

ভারতের প্রাক্তন অধিনায়ক বিমানবন্দর থেকে বেরোতেই ছেঁকে ধরেন সমর্থক এবং সাংবাদিকদেরা। কোহলি অবশ্য সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি। তবে অনেক সমর্থকের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন।

সম্প্রতি অনুষ্কার সঙ্গে বর্ষবরণের ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল কোহলিকে। দুবাইয়ে ছুটি কাটাচ্ছিলেন তাঁরা। সমাজমাধ্যমে একসঙ্গে হাসিমুখে ছবি দিয়েছিলেন বিরুষ্কা। কোহলির মুখের বাঁ দিকের অংশে স্পাইডার ম্যানের মুখ আঁকা ছিল। অনুষ্কার মুখের বাঁ দিকে আঁকা ছিল প্রজাপতি। পোস্টে অনুষ্কার সম্পর্কে কোহলি লিখেছিলেন, ‘‘আমার জীবনের আলোকে সঙ্গে নিয়ে ২০২৬ সালে পা রাখছি।’’ জানিয়েছেন, খুশিমনে ২০২৬ সালকে স্বাগত জানাচ্ছেন। সমাজমাধ্যমে কোহলির পোস্ট ভাইরাল হয়েছিল ভক্তদের মধ্যে।

কয়েক দিন আগেও দিল্লির হয়ে বিজয় হজারে ট্রফি খেলছিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভাল ফর্মে ছিলেন। দু’টি শতরানও করেছেন। সামনে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে খেলার মধ্যে থাকতেই ১৪ বছর পর দিল্লির হয়ে বিজয় হজারে ট্রফির ম্যাচ খেলেন। একটি ম্যাচে শতরান করেন। আর একটি ম্যাচে করেন অর্ধশতরান। যদিও বছরের শেষদিন ওড়িশার বিরুদ্ধে খেলেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-নিউ জ়িল্যান্ড তিন ম্যাচের এক দিনের সিরিজ়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement