বিরাট কোহলি। —ফাইল চিত্র
কয়েক ঘণ্টা গায়েব থাকার পর ফিরে এলেন বিরাট কোহলি! বৃহস্পতিবার রাতে কোহলির ইস্টাগ্রাম অ্যাকাউন্টটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। শুক্রবার সকালে অ্যাকাউন্টটি আবার দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার রাতে রহস্যজনক ভাবে বিরাটের অ্যাকাউন্টটি অদৃশ্য হয়ে গিয়েছিল। ইনস্টাগ্রামে তাঁর প্রায় সাড়ে ২৭ কোটি ফলোয়ার। তাঁদের মধ্যে উদ্বেগ ও নানা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই খেলোয়াড়ের হঠাৎ অনুপস্থিতি সমাজমাধ্যমে শোরগোল ফেলে দেয়।
শুধু বিরাটের অ্যাকাউন্টই নয়, তাঁর ভাই বিকাশ কোহলির ইনস্টাগ্রাম প্রোফাইলটিও একই সময়ে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ বিরাটের অ্যাকাউন্টটি আবার দেখা যায়। কিছুক্ষণ পরে বিকাশের অ্যাকাউন্টও খুলে যায়।
এই অন্তর্ধান কি উদ্দেশ্যপ্রণোদিত ছিল না কি কোনও কারিগরি ত্রুটির ফল— সেই বিষয়ে কোহলি, তাঁর ম্যানেজমেন্ট দল বা ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
রাতারাতি এই ‘ব্ল্যাকআউট’ কোহলির ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করে। সমাজমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে নানা প্রতিক্রিয়া দেখা যায়। ভক্তেরা ইনস্টাগ্রামের অফিশিয়াল হ্যান্ডলকে ট্যাগ করে এই ঘটনা সম্পর্কে জবাবদিহি চাইতে শুরু করেন। এমনকি অনেকে অভিনেত্রী ও বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম পেজে গিয়ে মন্তব্য করেন, ‘‘ভাবি, ভাইয়ার অ্যাকাউন্ট কোথায় গেল?’’
বিরাটের অ্যাকাউন্টটি এখন সচল হলেও এই সাময়িক অন্তর্ধানের নেপথ্যে আসল কারণ কী, তা এখনও অস্পষ্ট। ফলে ভক্তেরা এক দিকে যেমন খুশি, অন্য দিকে তেমনই ধাঁধার মধ্যে রয়েছেন।