India vs England 2025

ওভাল টেস্টের নায়ক সিরাজকে বার্তা কোহলির বোনের, কী লিখলেন ভাবনা

দাদা বিরাট কোহলিকে নিয়ে নানা পোস্ট করলেও অন্য ক্রিকেটারদের নিয়ে খুব বেশি পোস্ট করেন না ভাবনা কোহলি ধিংড়া। মহম্মদ সিরাজের উদ্দেশে তাঁর পোস্ট নজর কেড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৯:৪৮
Share:

মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।

ওভাল টেস্টে মহম্মদ সিরাজের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। টান টান উত্তেজনার ম্যাচ জিতিয়ে সিরিজ়ে সমতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জোরে বোলার। তার সেই পারফরম্যান্সের প্রশংসা করেছেন কোহলির বোনও। সিরাজের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টেস্টই খেলেছেন সিরাজ। ১৮৫.৩ ওভার বল করে ২৩ উইকেট নিয়েছেন। সিরিজ়ের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। জসপ্রীত বুমরাহের অভাবও বুঝতে দেননি তিনি। সিরাজের এমন পারফরম্যান্সে মুগ্ধ কোহলির বোন ভাবনা কোহলি ধিংড়া। সিরাজের উদ্দেশে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন ভাবনা। যা ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

সমাজমাধ্যমে ভাবনা লিখেছেন, ‘‘খেলাটা (ক্রিকেট) আমাদের কখনই অবাক করে না। কারণ খেলাটায় এমন কিছু বীর রয়েছেন, যাঁরা আমাদের অনুপ্রাণিত করেন। আমাদের মনে আশা জাগান। আমরা ইতিবাচক থাকতে পারি। আমাদের বিশ্বাসী করে তোলেন। মহম্মদ সিরাজ, আপনি মহান।’’

Advertisement

সাধারণ ভাবে দাদাকে নিয়ে নানা পোস্ট করলেও অন্য ক্রিকেটারদের নিয়ে এই ধরনের পোস্ট খুব বেশি করতে দেখা যায় না ভাবনাকে। আইপিএলের সময় টেস্ট থেকে অবসর নিয়েছেন কোহলি। তার পর ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথম টেস্ট সিরিজ় খেলল ভারতীয় দল। সেই সিরিজ়ে সিরাজের পারফরম্যান্স নিয়ে কোহলির বোনের উচ্ছ্বাস স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement