ওভাল টেস্টের প্রথম দিন অনেকটা সময় নষ্ট হয়েছে বৃষ্টির জন্য। ছবি: পিটিআই।
ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টি বিঘ্নিত হয়েছে। বৃষ্টির জন্য দফায় দফায় বন্ধ রাখতে হয়েছে খেলা। নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পর পর্যন্ত খেলা চালিয়েও ৬৪ ওভারের বেশি হয়নি। স্বাভাবিক ভাবেই দু’শিবিরের চোখই লন্ডনের আকাশের দিকে।
দু’দিন আগে লন্ডনের আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার আকাশ থাকবে আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা ১২ শতাংশ। সেই পরিস্থিতি বদলে গিয়েছে গত ৪৮ ঘণ্টায়। যা উদ্বেগ বাড়িয়েছে দু’দলের। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সারাদিনই আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালের দিকে তেমন সম্ভাবনা না থাকলেও স্থানীয় সময় দুপুর ২টোর পর, অর্থাৎ ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০ থেকে বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুর ২টোয় (ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০) লন্ডনে বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ। দুপুর ৩টেয় (ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০) বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। বিকাল ৪টেয় (ভারতীয় সময় রাত ৮:৩০) তা বেড়ে হবে ৬৪ শতাংশ। আশার কথা, বিকাল ৫টার (ভারতীয় সময় রাত ৯:৩০) পর খানিকটা কমবে বৃষ্টির সম্ভাবনা। রাত ৮টা (ভারতীয় সময় রাত ১২:৩০) পর্যন্ত কমবেশি ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, ওভাল টেস্টের দ্বিতীয় দিনের খেলাও বিঘ্নিত হতে পারে বৃষ্টিতে।
প্রথম দিনের খেলার শেষে ভারতের প্রথম ইনিংসের রান ৬ উইকেটে ২০৪। ব্যাট করছেন করণ নায়ার (৫২) এবং ওয়াশিংটন সুন্দর (১৯)। বেশ চাপেই রয়েছেন শুভমন গিলেরা।