India vs South Africa

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও কি বৃষ্টির ভ্রূকুটি? ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ মঙ্গলবার হবে তো?

ভারতের টি-টোয়েন্টি দল খেলতে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াবাহিনীর বিরুদ্ধে এখনও পর্যন্ত খেলতে নামা সম্ভব হয়নি তাদের। ডারবানে রবিবার প্রথম টি-টোয়েন্টির সময় বৃষ্টির কারণে খেলাই হয়নি। দ্বিতীয় ম্যাচ কি হবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১০:১০
Share:

ডারবানে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি। ছবি: রয়টার্স।

প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। টস করাই যায়নি। ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ়ের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা সেন্ট জর্জেস পার্কে। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচে।

Advertisement

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টি দল খেলতে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। এডেন মার্করামের প্রোটিয়াবাহিনীর বিরুদ্ধে এখনও পর্যন্ত খেলতে নামা হয়নি তাদের। ডারবানে রবিবার প্রথম টি-টোয়েন্টির সময় বৃষ্টির কারণে খেলাই হয়নি। বৃষ্টি ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিচ্ছে না মঙ্গলবারেও। এ দিন ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ম্যাচের সময় যদিও সেটা ২৩-৩৪ শতাংশ থাকবে। তাই এই ম্যাচ শুরু হলেও মাঝে বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করা হচ্ছে।

রবিবারের ম্যাচ না হওয়ায় ভারতের প্রথম একাদশ কেমন হবে তা জানা যায়নি। ভারতীয় দলে চার জন ওপেনার রয়েছেন। তাঁদের মধ্যে কোন দু’জন ওপেন করবেন, বাকিরা আদৌ সুযোগ পাবেন কি না, এই সব উত্তর এখনও জানা যায়নি।

Advertisement

মঙ্গলবারের পর ম্যাচ রয়েছে বৃহস্পতিবার। সেই ম্যাচ হবে জোহানেসবার্গে। সেখানে হবে প্রথম এক দিনের ম্যাচও। সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় এক দিনের ম্যাচ হবে। সাদা বলের ক্রিকেটে শেষ ম্যাচটি পার্লে। তার পর দু’টি টেস্টও খেলবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। লাল বলের সিরিজ়ে দলে ফিরবেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরা। চোট সারিয়ে দলে ফিরতে পারেন মহম্মদ শামিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement