Vaibhav Suryavanshi's Teammate Shimron Hetmyer

এক ওভারে পাঁচ ছক্কা! টি২০ লিগে ঝড় বৈভবের সতীর্থেরও

বৈভব সূর্যবংশীর মতো ঝোড়ো ব্যাটিং তাঁর আইপিএল দলের সতীর্থ শিমরন হেটমায়ারেরও। গ্লোবাল সুপার লিগে এক ওভারে পাঁচ ছক্কা মেরেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৭:০৬
Share:

(বাঁ দিকে) বৈভব সূর্যবংশী ও শিমরন হেটমায়ার (ডান দিকে)। —ফাইল চিত্র।

আইপিএল ও দেশের হয়ে বৈভব সূর্যবংশী যেমন আগ্রাসী ব্যাট করেন, সেই ছবি দেখা গেল তাঁর সতীর্থের ব্যাটেও। আইপিএলে বৈভবের সতীর্থ শিমরন হেটমায়ারও টি-টোয়েন্টি লিগে ঝড় তুললেন। গ্লোবাল সুপার লিগে এক ওভারে পাঁচ ছক্কা মেরেছেন তিনি। তাঁর ব্যাটে জিতেছে দল। উঠেছে প্রতিযোগিতার ফাইনালে।

Advertisement

গ্লোবাল সুপার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের খেলা ছিল হোবার্ট হারিকেনসের বিরুদ্ধে। ফাইনালে উঠতে জিততেই হত গায়ানাকে। ১২৬ রান তাড়া করতে নেমে এক সময় ৪২ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল গায়ানার। তার পরেই ঝোড়ো ইনিংস খেলেন হেটমায়ার।

ফিন অ্যালেনের প্রথম বলে লং অনের উপর দিয়ে ছক্কা মারেন হেটমায়ার। পরের বলেও একই শট মারার চেষ্টা করেন। কিন্তু ব্যাটে-বলে খুব ভাল হয়নি। লং অনে থাকা ওডিন স্মিথের সুযোগ ছিল ক্যাচ ধরার। তিনি ভুল করেন। বল তাঁর হাতে লেগে ছিটকে বাউন্ডারির বাইরে চলে যায়। তৃতীয় বলে লং অফের উপর দিয়ে ছক্কা মারেন হেটমায়ার। পরের বলটা তিনি উড়িয়ে দেন মিড উইকেটের উপর দিয়ে। পঞ্চম বলে দু’রান নেওয়ার পর ষষ্ঠ বলেও মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারেন হেটমায়ার। এক ওভারে রান বেড়ে হয় ৭৫।

Advertisement

পরের ওভারেও উসামা মীরের বলে একটা ছক্কা মারেন হেটমায়ার। তার পরে অবশ্য আউট হয়ে যান তিনি। ছয় ছক্কায় ১০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন হেটমায়ার। তাঁর ব্যাটে ভর করে ২১ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে গায়ানা। ফাইনালে তাদের সামনে বাংলাদেশের দল রংপুর রাইডার্স।

আইপিএলে ২০১৯ সাল থেকে খেলছেন হেটমায়ার। প্রথম মরসুমে তিনি খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়। ৫ ম্যাচে ৯০ রান করেছিলেন তিনি। পরের বার তাঁকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। কেনে দিল্লি ক্যাপিটালস। তাদের হয়ে দুই মরসুম খেলেছেন তিনি। ২০২১ সালে ১২ ম্যাচে ১৮৫ ও ২০২১ সালে ১৪ ম্যাচে ২৪২ রান করেন তিনি। ২০২২ সালের নিলামে হেটমায়ারকে কেনে রাজস্থান রয়্যালস। তার পর থেকে সেই দলেই খেলছেন তিনি। রাজস্থানের হয়ে ২০২২ সালে ১৫ ম্যাচে ৩১৪, ২০২৩ সালে ১৪ ম্যাচে ৩০০, ২০২৪ সালে ১২ ম্যাচে ১১৩ ও ২০২৫ সালে ১৪ ম্যাচে ২৩৯ রান করেছেন তিনি।

রাজস্থানের হয়ে খেললেও একসঙ্গে কখনও ব্যাট করেননি বৈভব ও হেটমায়ার। বৈভব ওপেন করেন। হেটমায়ার খেলেন ফিনিশারের ভূমিকায়। তবে দু’জনের খেলার ধরন একই রকম। সেই আগ্রাসী ক্রিকেট আরও এক বার দেখা গেল হেটমায়ারের ব্যাটে।

গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ২৭ রানে অল আউট হয়ে যাওয়ার পর সমালোচনার মুখে পড়েছে তারা। দলের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা এর জন্য আইপিএল-সহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগকে দায়ী করেছেন। তার পরেও ছবিটা বদলাচ্ছে না। দেশের হয়ে ২০১৯ সালে শেষ টেস্ট খেলেছেন হেটমায়ার। ২০২৪ সালে শেষ এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের জার্সি গায়ে নেমেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত মাসে টি-টোয়েন্টি সিরিজ়ে অবশ্য খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। দেশের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ৮ বছরে মোট ১৩৫ ম্যাচ খেলা হেটমায়ার টি-টোয়েন্টি লিগে বড় নাম। সেই কাজটাই আরও এক বার করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement