ICC Women's ODI World Cup Final

মুম্বইয়ে দুপুর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি, ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল রবিবার ভেস্তে গেলে কী হবে?

বৃষ্টির কারণে নবি মুম্বইয়ে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ভেস্তে গিয়েছিল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কিছু ক্ষণ খেলা বন্ধ ছিল। রবিবার ফাইনাল শুরুর আগে থেকেই চলছে বৃষ্টি। এখনও সেই বৃষ্টি থামেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৭:০১
Share:

নবি মুম্বইয়ে বৃষ্টির একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

বৃষ্টির কারণে নবি মুম্বইয়ে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কিছু ক্ষণ খেলা বন্ধ ছিল বৃষ্টির কারণে। রবিবার ফাইনাল শুরুর আগে বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। বৃ্ষ্টির কারণে যদি রবিবার একেবারেই খেলা না হয় তা হলে কী হবে?

Advertisement

নিম্নচাপ এবং ঘূর্ণাবতের কারণে গোটা মহারাষ্ট্র রাজ্য জুড়েই হলুদ সতর্কতা জারি রয়েছে। মুম্বই এবং আশেপাশের এলাকায় একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারের ফাইনালেও পূর্বাভাস খুব একটা ভাল ছিল না।

ফাইনালের এক দিন আগে, অর্থাৎ শনিবার ৮৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে সে ভাবে বৃষ্টি হয়নি। সারা দিন আকাশ মেঘলা ছিল। রবিবার বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। যদিও দুপুর থেকেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে।

Advertisement

ফাইনাল ভেস্তে গেলে কী হবে?

ভারত এবং দক্ষিণ আফ্রিকার ফাইনাল ভেস্তে গেলে দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। তবে দুই দলই আগে কোনও দিন মহিলাদের বিশ্বকাপ জেতেনি। ফলে দুই দলই চাইবে একক ভাবে প্রথম বিশ্বকাপ জিততে। ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও প্রত্যাবর্তন করে ঘুরে দাঁড়িয়েছে।

ফাইনালে কি রিজ়ার্ভ ডে রয়েছে?

রবিবার ম্যাচ যদি সম্পূর্ণ না করা যায়, তা হলে সোমবার রিজ়ার্ভ ডে রয়েছে। সমস্যা হল, সোমবারের পূর্বাভাসও খুব একটা ভাল নয়। সে দিনও ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আম্পায়ারেরা চেষ্টা করবেন যে করেই হোক রবিবার পুরো খেলা আয়োজন করার। সেটা না সম্ভব হলেই তবেই রিজ়ার্ভ ডে-তে খেলা গড়াতে পারে। ভারতের পক্ষে আশার কথা হল, অস্ট্রেলি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement