Canberra Weather

ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাদ সাধবে বৃষ্টি? কী বলছে ক্যানবেরার পূর্বাভাস

বুধবার শুরু ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি। এর আগে হওয়া এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচ বিঘ্নিত হয়েছিল বৃষ্টিতে। বুধবার ক্যানবেরার মানুকা ওভালে খেলা। সেখানেও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১১:৪৩
Share:

ক্যানবেরার মানুকা ওভাল। ছবি: সমাজমাধ্যম।

বুধবার শুরু ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি। এর আগে হওয়া এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচ বিঘ্নিত হয়েছিল বৃষ্টিতে। বুধবার ক্যানবেরার মানুকা ওভালে খেলা। সেখানেও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস?

Advertisement

পরের বছরের বিশ্বকাপের আগে ১৫টি ম্যাচ রয়েছে ভারতের হাতে। তার প্রথমটি শুরু হচ্ছে বুধবার। এর পর দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়‌িল্যান্ডের সঙ্গে দেশের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারত। অর্থাৎ সূর্যকুমার যাদবের দলের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার সারা দিন ধরেই ক্যানবেরায় বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলাতেই বেশির ভাগ বৃষ্টির সম্ভাবনা। রাত হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ কমে যাবে। যে সময়ে ম্যাচ শুরু হবে, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ১৫ থেকে ২০ শতাংশ। আরও রাত হলে তা নেমে আসবে সাত শতাংশে। ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময়ে ৭.১৫ নাগাদ।

Advertisement

বৃষ্টি না হলেও ভারতীয় দলকে সামলাতে হবে ঠান্ডা। দু’দিন আগেই আট ডিগ্রিতে অনুশীলন করতে হয়েছিল দলকে। বুধবার ম্যাচের দিন তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আট ডিগ্রি বা তারও কম থাকতে পারে তাপমাত্রা। এই তাপমাত্রায় খেলতে অভ্যস্ত নন ভারতীয় ক্রিকেটারেরা। ফলে একটু হলেও কঠিন পরিবেশ থাকবে তাঁদের সামনে।

ম্যাচের এক দিন আগে অস্ট্রেলিয়া সিরিজ়‌ের প্রস্তুতি নিয়ে কথা বলেছিলেন সূর্যকুমার যাদব। অধিনায়ক সূর্য জানান, অস্ট্রেলিয়া সিরিজ়কে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছেন তাঁরা। তবে এই কাজ শুরু হয়েছে আরও আগে। সূর্য বলেন, “এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছি। এমন নয় যে এশিয়ার বাইরে খেলতে এসেছি বলে অন্য কিছু ভাবব। এই সিরিজ়কেও বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছি। আমাদের দলে খুব বেশি বদল হয় না। এশিয়ার বাইরেও দলের ভারসাম্য প্রায় একই রকম থাকে।”

অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জ নিতে তৈরি সূর্য। তাঁর কথায়, “সব ফরম্যাট আলাদা। টি২০-তে আমরা যে ভাবে গত কয়েক বছর খেলছি, এই সিরিজ়েও সেটা করারই চেষ্টা করব। অস্ট্রেলিয়ার মতো দেশে তো চ্যালেঞ্জ থাকবেই। এখানে মানিয়ে নেওয়াটাও গুরুত্বপূর্ণ। এই চ্যালেঞ্জটা দলের জন্য ভাল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement