Operation Sindoor

‘অপারেশন সিঁদুর’, বুধবার বিকেলেই ‘মক ড্রিল’, কলকাতা-চেন্নাই ম্যাচ কি আদৌ হবে?

বুধবার ভোর রাতে ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে গোটা দেশ জুড়ে সতর্কতা। পাশাপাশি এ দিন বিকেলে রয়েছে মক ড্রিলও। জল্পনা চলছে, ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম চেন্নাই ম্যাচ হবে কি না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:১৯
Share:

অজিঙ্ক রাহানে (বাঁ দিকে) এবং মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

বুধবার ভোর রাতে ভারতীয় সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে গোটা দেশ জুড়ে সতর্কতা। পাশাপাশি এ দিন বিকেলে রয়েছে মক ড্রিলও। জল্পনা চলছে, ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম চেন্নাই ম্যাচ হবে কি না।

Advertisement

এখনও পর্যন্ত যা খবর, তাতে ম্যাচ হওয়া নিয়ে কোনও সমস্যা নেই। তবে মক ড্রিলের কারণে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হতে পারে। বিকেল ৪টে থেকে শুরু হয়ে মক ড্রিল চলবে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত। কিছুটা সময় আলোও বন্ধ রাখা হবে।

কলকাতা-চেন্নাই ম্যাচ শুরুর সময়ও ৭.৩০টা। তার আগে আলো বন্ধ রাখা হলে টসে সমস্যা হতে পারে। ম্যাচও হয়তো একটু পরে শুরু হবে। তবে পুরোটাই ক্রিকেটমহলের সূত্রের খবর। বোর্ডের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

আইপিএলের প্লে-অফে উঠতে গেলে কেকেআরকে বাকি সব ম্যাচই জিততে হবে। সেই হিসাবে চেন্নাই ম্যাচ জেতাও তাদের কাছে গুরুত্বপূর্ণ।

বুধবারই হয়তো ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ খেলতে নামছেন মহেন্দ্র সিংহ ধোনি। প্রচুর সমর্থনও পেতে পারেন তিনি। তবে সে সব নিয়ে ভাবছেন না কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর মতে, সমর্থকদের চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর দলের।

চন্দ্রকান্ত বলেছেন, “আমার মনে হয় এ ধরনের ম্যাচে প্রত্যেকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। কী ভাবে ভাল খেলবে সেটা ভাবে। যদি কেউ ব্যাট করতে নামার সময় প্রচণ্ড আওয়াজ হয় এবং আপনি পরে তাঁকে জিজ্ঞাসা করেন মনোযোগে অসুবিধা হয়েছিল কি না, সে নিশ্চিত ভাবেই বলবে যে কিছু শোনেনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement