Mohammed Shami

বাকি তিন টি২০-তেও প্রথম একাদশের বাইরেই শামি? বোর্ডকর্তার কথায় ধোঁয়াশা

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টিতে প্রথম একাদশে জায়গা পাননি মহম্মদ শামি। বাকি তিনটি ম্যাচেও কি খেলতে পারবেন না তিনি? কী বলছেন বোর্ডকর্তা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৬:৪০
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

কবে আবার মাঠে নামবেন মহম্মদ শামি? এটিই এখন ক্রিকেটপ্রেমীদের বড় প্রশ্ন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টিতে প্রথম একাদশে জায়গা পাননি শামি। বাকি তিনটি ম্যাচেও কি খেলতে পারবেন না তিনি? এক বোর্ডকর্তার কথায় ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এক দিনের ম্যাচের জন্য শামিকে ভাবা হচ্ছে। তিনি বলেন, “চোট পাওয়ার পরে শামির ওজন ২ কেজি কমেছে। ও পুরোদমে বল করছে। কিন্তু টি-টোয়েন্টিতে ওকে বিশেষ দরকার পড়বে না। এক দিনের ম্যাচ শুরু হলে ওকে খেলানো হবে।”

ওই কর্তার কথায় পরিষ্কার, টি-টোয়েন্টিতে দলে থাকলেও খেলানো হবে না শামিকে। তাঁকে আরও তৈরি করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেখানে শামিকে খেলানো হবে। তিনটি ম্যাচ খেললে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শামি পুরোপুরি তৈরি হয়ে যাবেন, এমনটাই ধারণা ম্যানেজমেন্টের।

Advertisement

চোট সারিয়ে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের ইডেন গার্ডেন্সেই শামির প্রত্যাবর্তন আশা করছিলেন সকলে। কিন্তু তিনি খেলেননি। এমনকি, পরের টি-টোয়েন্টিতে ভারত দু’টি বদল করতে বাধ্য হলেও শামিকে খেলানো হয়নি। বাকি তিনটি ম্যাচেও শামির খেলার সম্ভাবনা কম। কারণ, ভারত দুই পেসারে খেলছে। অর্শদীপ সিংহের পাশাপাশি হার্দিক পাণ্ড্য নতুন ও পুরনো বলে বল করছেন। পেসার অলরাউন্ডার হিসাবে রয়েছেন শিবম দুবে। সম্প্রতি রঞ্জিতে অনেক ওভার বল করেছেন তিনি। ফলে দলে বেশি স্পিনার খেলানো হচ্ছে। বাকি তিনটি ম্যাচেও সেই ছবি দেখা যেতে পারে। তেমনটা হলে জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে শামিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement