Team India

কোহলির জার্সি বাংলার বোলারের গায়ে উঠতেই বিতর্ক, কে হবেন ১৮-র নতুন মালিক?

বাংলার পেসারের গায়ে বেসরকারি টেস্টে ১৮ নম্বর জার্সি দেখা যেতেই ‘গেল, গেল’ রব উঠে গেল ভারতীয় ক্রিকেটে। কারণ গত ১৭ বছর ধরে ওই জার্সি পরছেন বিরাট কোহলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৫:৩৩
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

হাতের কাছেই হয়তো পড়েছিল ‘১৮’ লেখা জার্সিটা। সুযোগ বুঝে টুক করে গায়ে চাপিয়ে নিয়েছিলেন। বা হয়তো ঠিকই করে রেখেছিলেন, ওই জার্সিটাই গলাবেন। কিন্তু বাংলার পেসার মুকেশ কুমারের গায়ে ১৮ নম্বর জার্সি দেখা যেতেই ‘গেল, গেল’ রব উঠে গেল। গত ১৭ বছর ধরে যে জার্সি পরছেন বিরাট কোহলি এবং যিনি এখনও ওই জার্সি পরেই দেশের হয়ে এক দিনের ক্রিকেট খেলবেন, এখনই কী করে তার মালিকানা বদলে গেল?

Advertisement

কেন ১৮ পরলেন মুকেশ

ভারত এ দল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলেছে। সেই ম্যাচে মুকেশ ১৮ নম্বর জার্সি পরে খেলেছেন। সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। তাঁর অবসরের পর ভারতের লাল বলের ক্রিকেটে সেই জার্সি অন্য কারও পরতে কোনও অসুবিধা নেই। বেসরকারি টেস্টে তাই মুকেশ ওই জার্সি পরেছেন।

Advertisement

টেস্টেও মুকেশ ১৮ পরবেন?

টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে মুকেশের। তিনি সেখানে ৪৯ নম্বর জার্সি পরেন। আগামী দিনেও টেস্ট খেললে বাংলার পেসার সেই জার্সিই পরবেন। বেসরকারি টেস্টে ক্রিকেটারদের জার্সিতে নাম থাকে না। যে কোনও নম্বর বেছে নিয়ে জার্সি পরতে পারেন তাঁরা। মুকেশও তেমনই একটি নম্বর বেছে নিয়েছিলেন। তবে তা নিয়ে যে পরিমাণ বিতর্ক হয়েছে, তাতে পরের বেসরকারি ম্যাচে হয়তো আর তাঁকে ১৮ নম্বর পরতে দেখা যাবে না।

কেন ১৮ নম্বর জার্সি কোহলির?

বিভিন্ন ক্রিকেটারের জার্সি নম্বর বেছে নেওয়ার নেপথ্যে বিভিন্ন কারণ থাকে। কোহলিরও রয়েছে। তাঁর বাবা মারা গিয়েছিলেন ১৮ ডিসেম্বর। সেই কারণেই ১৮ নম্বর জার্সি বেছে নিয়েছিলেন তিনি। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির অভিষেকও হয়েছিল ১৮ অগস্ট। যে কারণে গোটা কেরিয়ারেই ১৮ নম্বর জার্সি পরে খেলেছেন কোহলি।

১৮ নম্বর জার্সি কি অবসরে?

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন কোহলি। প্রথমে টি-টোয়েন্টি এবং সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন খেলবেন শুধু এক দিনের ক্রিকেটে। ভারতীয় ক্রিকেটে জার্সি নম্বর অবসর করানো হয় না। আইসিসি-রও এমন কোনও নিয়ম নেই। তবে সচিন তেন্ডুলকরের ১০ এবং মহেন্দ্র সিংহ ধোনির ৭ নম্বর জার্সি এখন আর কোনও ক্রিকেটার পরেন না। এটা সম্মান। অনেকেই বলছেন, আগামী দিনে কোহলির জার্সিও আর কোনও ভারতীয় ক্রিকেটার পরবেন বলে মনে হয় না। অনেকে আবার এটাও বলছেন, সচিন-ধোনি-কোহলিদের জার্সি পরা মানে আলাদা চাপ ডেকে আনা। কোন ক্রিকেটার নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চাইবেন?

বিশ্বক্রিকেটে জার্সি অবসর

আইসিসি-র নিয়ম না থাকলেও অনেক দেশেই জনপ্রিয় খেলোয়াড়দের জার্সি নম্বর পরের প্রজন্মকে পরতে দেখা যায়নি। ভারতে সচিনের ১০ নম্বর জার্সি পরেছিলেন শার্দূল ঠাকুর। কিন্তু সমর্থকদের ক্ষোভের মুখে তাঁকে জার্সির নম্বর বদলাতে হয়েছিল। তার পর থেকে সচিন এবং ধোনির অবসরের পর তাঁর জার্সি নম্বর আর ভারতে কাউকে পরতে দেখা যায়নি। অস্ট্রেলিয়ায় যেমন খেলতে খেলতে বল মাথায় লেগে মারা যাওয়া ফিল হিউজের ৬৪ নম্বর জার্সি আর কেউ পরেন না। নিউ জ়িল্যান্ডে তেমন স্টিফেন ফ্লেমিং (৭), ড্যানিয়েল ভেত্তোরি (১১), ব্রেন্ডন ম্যাকালাম (৪২), ক্রিস হ্যারিস (৫), নাথান অ্যাশলে (৯) এবং ক্রিস কেয়ার্ন্সের (৬) জার্সি নম্বর আর কেউ পরেন না।

ফুটবলে জার্সি অবসর?

ব্রাজিলের পেলে ১০ নম্বর জার্সি পরতেন। আর্জেন্টিনার দিয়েগো মারাদোনাও পরতেন ১০ নম্বর। তাঁদের সেই জার্সি পরের প্রজন্মও পরেছে। ব্রাজিলের হয়ে রিভাল্ডো, নেমারদের ১০ নম্বর জার্সি পরতে দেখা গিয়েছে। আর্জেন্টিনার হয়ে এখন মেসি ১০ নম্বর জার্সি পরেন। তবে তিনি অবসর নিলে আর্জেন্টিনার ফুটবল সংস্থা সেই জার্সি অবসরে পাঠাতে পারে বলে শোনা গিয়েছে। মেসিকে সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত নিতে পারে তারা। অন্য কোনও দেশ, কোনও জার্সি অবসরে পাঠায়নি। বিভিন্ন ক্লাব যদিও তাদের সেরা খেলোয়াড়দের সম্মান জানাতে জার্সি অবসরে পাঠিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement