test cricket

Eileen Ash: চলে গেলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার

প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার এলিন অ্যাশ। ১১০ বছর বয়স হয়েছিল তাঁর। এক বিবৃতি প্রকাশ করে এ খবর জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৮:০৪
Share:

প্রয়াত প্রাক্তন ক্রিকেটার। ফাইল ছবি

প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার এলিন অ্যাশ। ১১০ বছর বয়স হয়েছিল এই মহিলা ক্রিকেটারের। এক বিবৃতি প্রকাশ করে এ খবর জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

Advertisement

১৯৩৭ সালে নর্দ্যাম্পটনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে অভিষেক হয় তাঁর। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে দেশের হয়ে আরও ছ’টি টেস্ট খেলেছেন তিনি। ডান হাতি জোরে বোলার ছিলেন এলিন। সাত ম্যাচে ১০টি উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় ১৯৪৯ সালে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড মহিলা দলের সদস্য ছিলেন তিনি। তার পরেই ক্রিকেট থেকে অবসর নেন।

প্রয়াত এলিন। ফাইল ছবি

ঘরোয়া ক্রিকেটে সিভিল সার্ভিস, মিডলসেক্স এবং সাউথ মহিলা দলের হয়ে খেলেছেন এলিন। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ইংরেজদের গুপ্তচর সংস্থা এম১৬-এর হয়েও কাজ করেছিলেন তিনি। বিশ্বযুদ্ধের পর ক্রিকেট খেলা চালিয়ে যান তিনি।

Advertisement

২০১৭ মহিলাদের একদিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল মিতালি রাজের ভারত। সেই ম্যাচে লর্ডসের বিখ্যাত ঘণ্টা বাজিয়েছিলেন এলিনই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন