ডব্লিউপিএল ট্রফি। —ফাইল চিত্র।
মহিলাদের প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রথম দিনই মুখোমুখি হবেন ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। আগামী ৯ জানুয়ারি শুরু হবে প্রতিযোগিতা।
ডব্লিউপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ জানুয়ারি মাঠে নামবে ইউপি ওয়ারিয়র্জ় এবং গুজরাত জায়ান্টস। সে দিন আবার মাঠে নামতে হবে হরমনপ্রীতদের। ১০ জানুয়ারি মুম্বইয়ের খেলা রয়েছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। ১০ জানুয়ারি ছাড়া ১৭ জানুয়ারি রয়েছে দু’টি ম্যাচ। মুম্বই ছাড়া বেঙ্গালুরুকে পর পর দু’দিন ম্যাচ খেলতে হবে। ১৬ জানুয়ারি গুজরাতের বিরুদ্ধে এবং ১৭ জানুয়ারি দিল্লির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মন্ধানাদের।
৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত নবি মুম্বইয়ে হবে প্রতিযোগিতার প্রথম পর্ব। এর পর ১৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বডোদরায় হবে দ্বিতীয় পর্ব। লিগ পর্যায়ে মোট ২০টি ম্যাচ হবে। সব মিলিয়ে ২২টি ম্যাচ হবে প্রতিযোগিতায়। ৩ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর। ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি। এ বারের প্রতিযোগিতায় ১৯৪ জন ভারতীয়-সহ মোট ২৭৭ জন ক্রিকেটারকে দেখা যাবে।