WTC 2025-27

পাকিস্তান হারায় লাভ ভারতের, টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় কত নম্বরে শুভমনেরা?

দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টে হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দু’ধাপ নেমে গেল পাকিস্তান। শান মাসুদদের হারে লাভ হল ভারতের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:২৫
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হেরে গিয়েছে পাকিস্তান। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথম জয় পেল গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হারে লাভ হয়েছে ভারতেরও।

Advertisement

রাওয়ালপিন্ডি টেস্টের আগে পয়েন্ট শতাংশের হিসাবে অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল পাকিস্তান। একটা ম্যাচ হেরেই শান মাসুদের দল নেমে গিয়েছে পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে। এক ধাপ এগিয়ে ভারত চলে এসেছে তৃতীয় স্থানে। অস্ট্রেলিয়ার অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। তিনটি টেস্টের তিনটিই জিতেছে তারা। পয়েন্ট শতাংশ ১০০। তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। দু’টি টেস্ট খেলে তারা জিতেছে একটি ম্যাচ। ড্র করেছে একটি। শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। সাতটি টেস্ট খেলে চারটিতে জয় পেয়েছেন শুভমন গিলেরা। ড্র একটি। পয়েন্ট শতাংশ ৬১.৯০। দ্বিতীয় টেস্ট হেরে চতুর্থ স্থানে নেমে গিয়েছে পাকিস্তান। দু’টি টেস্ট খেলার পর মাসুদদের পয়েন্ট শতাংশ ৫০। একই পরিস্থিতি দক্ষিণ আফ্রিকারও। তবে রাওয়ালপিন্ডি টেস্টের আগে এডেন মার্করামদের কোনও পয়েন্ট ছিল না।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসেরা পাঁচটি টেস্ট খেলে দু’টিতে জয় পেয়েছে। ড্র করেছে একটি। ইংল্যান্ডের পয়েন্ট শতাংশ ৪৩.৩৩। সপ্তম স্থানে বাংলাদেশ। তারা দু’টি টেস্ট খেলে একটি ড্র করেছে। তাদের পয়েন্ট শতাংশ ১৬.৬৭। অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ়। পাঁচটি টেস্ট খেলে সবগুলিতেই হেরে গিয়েছে ক্যারিবিয়ানেরা। তাদের পয়েন্ট শতাংশ শূন্য।

Advertisement

২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনও কোনও টেস্ট খেলেনি নিউ জ়িল্যান্ড। তাই তারা এখনও পয়েন্ট তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement