বিনোদ কাম্বলি। —ফাইল চিত্র।
কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে অসুস্থ বিনোদ কাম্বলিকে দেখে চমকে গিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। ঠিক মতো দাঁড়াতে, কথা বলতে পারছিলেন না তিনি। দেশের ক্রিকেটমহলও উদ্বিগ্ন হয়ে পড়েছিল প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে। সুস্থ জীবনে ফিরে আসার জন্য অনেকে নানা পরামর্শ দেন সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধুকে। তাঁদের অন্যতম ছিলেন যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহও। তাঁর পরামর্শ পেয়ে এক রকম ‘উপহাস’ করেছিলেন কাম্বলি। কী বলেছিলেন তিনি? জানিয়েছেন যোগরাজ।
সুস্থ জীবনে ফিরতে কাম্বলিকে মদ্যপান সম্পূর্ণ বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন যোগরাজ। বারণ করেছিলেন পার্টি করতে। যোগরাজ বলেছেন, ‘‘কাম্বলিকে বলেছিলাম পার্টি করা, সিগারেট খাওয়া, মহিলা সঙ্গ বন্ধ করো। না হলে তুমি শেষ হয়ে যাবে। এখনই এ সব না ছাড়লে একটা সময় তোমাকে কাঁদতে হবে। দেখুন কী হল ওর! কাম্বলির সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছিলাম। বুঝিয়েছিলাম।’’ তাঁকে উত্তরে কী বলেছিলেন কাম্বলি? যোগরাজ বলেছেন, ‘‘সব শোনার পর ও বলেছিল, ‘স্যর আপনার সময় হয়ে গিয়েছে।’ আসলে কাম্বলি নিজেকে রাজা ভাবতে শুরু করেছিল। এটা বুঝত না, ক্রিকেটের থেকে বড় কেউ হতে পারে না।’’
৫২ বছরের কাম্বলিকে গত ডিসেম্বরে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মুম্বইয়ের একটি হাসপাতালে। সচিন তাঁকে বহু বার সাহায্য করেছেন। স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করেছেন। কিন্তু লাভ হয়নি। উচ্ছৃঙ্খল জীবন কাটিয়ে এখন সুস্থ জীবনে ফেরার চেষ্টা করছেন কাম্বলি। কিন্তু অনেকটা দেরি করে ফেলেছেন প্রাক্তন বাঁহাতি ব্যাটার।