(বাঁ দিকে) ধনশ্রী বর্মা। যুজবেন্দ্র চহল (ডান দিকে)। — ফাইল চিত্র।
এ বছরই বিবাহবিচ্ছেদ হয়েছে যুজবেন্দ্র চহল এবং ধনশ্রী বর্মার। তার আট মাসের মধ্যে চহল জানিয়ে দিলেন, তিনি বিয়ের জন্য তৈরি। আপাতত পাত্রী খুঁজছেন। সমাজমাধ্যমে একটি পোস্টে এ কথা জানিয়েছেন ভারতের অফস্পিনার। সেই পোস্ট ভাইরাল হয়েছে।
হিন্দিতে চহাল লিখেছেন, “বিয়ের জন্য তৈরি, শুধু পাত্রী দরকার।” চহলের এমন পোস্টে সমর্থকেরা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ তাঁর এই পোস্টে অবাক। আবার কেউ কেউ পরামর্শ দিয়েছেন, পুরনো কথা ভুলে সামনে এগিয়ে যাওয়ার এটাই সেরা সময়। তবে এই পোস্ট সত্যি না মজা করে করেছেন চহল, তা জানা যায়নি।
এ বছর মার্চে মুম্বইয়ের আদালতে আনুষ্ঠানিক ভাবে বিবাহবিচ্ছেদ হয় চহল এবং ধনশ্রীর। তবে ২০২২-এর মাঝামাঝি থেকেই আলাদা থাকছিলেন তাঁরা। অবশ্য বিয়ের পর থেকে সমাজমাধ্যমে দু’জনেই সক্রিয় ছিলেন। প্রচুর নাচ-গানের ভিডিয়ো দিতেন। দু’জনের বিচ্ছেদ নিয়েও অনেক চর্চা হয়েছে।
মাস দুয়েক আগে একটি সাক্ষাৎকারে ধনশ্রীকে নিয়ে মুখ খুলেছিলেন চহল। বলেছিলেন, “আমি আগেও বলেছি, আমি অতীত থেকে বেরিয়ে গিয়েছি। কিন্তু এখনও অনেকে সেই অতীতেই আটকে রয়েছে। তাদের ঘর-সংসার আসলে আমার নাম ব্যবহার করেই চলছে। তাই তারা এটা চালিয়ে নিয়ে যেতে পারে। আমার এতে কিছু আসে-যায় না।”
ধনশ্রী জানিয়েছিলেন, চহলের মধ্যে অনেক দোষ আছে জেনেও তিনি বার বার সুযোগ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত হয়েছিলেন। এই প্রসঙ্গে চহল বলেন, “আমি জীবনের এই অধ্যায় ভুলে গিয়েছি। যে যা খুশি বলে দিচ্ছে। সেগুলোই সমাজমাধ্যমে চলছে। কিন্তু সত্যি একটাই। আমার জীবনে যাঁদের গুরুত্ব রয়েছে, তাঁরা সেই সত্যিটা জানেন। আমার জন্য এই অধ্যায়ের সমাপ্তি হয়েছে। আর কখনও এই নিয়ে কোনও কথা বলতে চাই না।”