Sports News

স্টাম্পের আঘাতে বাংলাদেশে মৃত্যু ক্রিকেটারের

ব্যাটসম্যানের স্টাম্পের আঘাতে বাংলাদেশে মৃত্যু হল এক ক্রিকেটারের। বাংলাদেশে ক্রিকেট মানে আলাদা উচ্ছ্বাস। সে জাতীয় দলের খেলাই হোক বা স্থানীয় স্তরে। যে ভাবে ক্রিকেটের রেশ ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে তাতে সাধারণ খেলায়ও প্রতিযোগিতা চলে হাড্ডাহাড্ডি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৫
Share:

ব্যাটসম্যানের স্টাম্পের আঘাতে বাংলাদেশে মৃত্যু হল এক ক্রিকেটারের। বাংলাদেশে ক্রিকেট মানে আলাদা উচ্ছ্বাস। সে জাতীয় দলের খেলাই হোক বা স্থানীয় স্তরে। যে ভাবে ক্রিকেটের রেশ ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে তাতে সাধারণ খেলায়ও প্রতিযোগিতা চলে হাড্ডাহাড্ডি। এমনই একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ চলছিল চট্টগ্রামে। ব্যাটসম্যানকে আম্পায়ার আউট দিতেই তিনি রেগে যান। স্টাম্প তুলে ছুড়ে দেন মাঠে। সেখানে ফিল্ডিং করছিলেন ১৪ বছরের ফলজল হোসেন। সেই স্টাম্প উড়ে এসে লাগে মাথায়। সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। চট্টগ্রামের পুলিশ কমিশনার জাহাঙ্গির আলম বলেন, ‘‘আউট দেওয়ায় প্রচন্ড রেগে গিয়েছিল ব্যাটসম্যান। তখন রাগের মাথায় স্টাম্প তুলে হাওয়ায় ছুড়ে দেন। সেই স্টাম্প গলায় আর মাথায় লাগে ফয়জলের। উইকেটের সামনেই ফিল্ডিং করছিল ফয়জল।’’

Advertisement

ব্যাটসম্যানকে আটক করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত মে মাসে ঢাকায় স্টাম্পের আঘাতে মৃত্যু হয়েছিল ১৬ বছরের ক্রিকেটারের।

আরও খবর: যুদ্ধের আগে অশ্বিন নিয়ে সম্মান-কার্পেট পেতে দিলেন সাকিব

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement