test

ভারতের সিরিজ হারের পিছনে দায়ী এঁরাই

ভারত সিরিজে হেরেছে বিদেশের মাটিতে। কোন কোন ক্রিকেটাররা মূলত এই হারের পিছনে রয়েছেন বলুন তো

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৫
Share:
০১ ০৬

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে শোচনীয় পরাজয় হয়েছে ভারতের। ৪-১ ফলাফলে সিরিজ হেরেছে তারা। এই হারের পিছনে কারণ কী? কোন কোন ক্রিকেটারের ব্যর্থতা দায়ী এই পরাজয়ের পিছনে?

০২ ০৬

শিখর ধওয়ন: চার টেস্টে আট ইনিংসে ১৬২ রান। গড় ২০.২৫। একটা অর্ধ শতকও করতে পারেননি এই ওপেনার। অথচ তার উপরে অনেকটাই ভরসা করা হয়েছিল।

Advertisement
০৩ ০৬

মূরলী বিজয়: প্রথম দু’টি টেস্ট সিরিজে পারফরম্যান্স একেবারেই ভাল নয়। বছর চৌত্রিশের এই ওপেনার প্রথম দুই ইনিংস মিলিয়ে মাত্র ২৬ রান করেছেন। ধারাবাহিকতা একেবারেই ছিল না। দল থেকে বাদও পড়েন এই জন্য।

০৪ ০৬

অজিঙ্ক রাহানে: অনেক বেশি প্রত্যাশা ছিল। কিন্তু, রাহানে মেজাজে ছিলেন না। ১০ ইনিংসে ২৫৭ রান তাঁর মতো ব্যাটসম্যানের কাছে যথেষ্টই কম। ২৫.৭০ গড়ও বেশ দৃষ্টিকটু। মিডল অর্ডারের প্রতি সুবিচার করতে পারেননি। ভারতের হারের ভার তাঁকে অনেকটা নিতে হবে।

০৫ ০৬

হার্দিক পাণ্ড্য: টেস্ট সিরিজে ভাল খেলবেন হার্দিক, এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু পর পর ইনিংসে ব্যর্থ হন। ব্যাট কিংবা বল কোনওটাতেই তেমন সাফল্য পাননি ইংল্যান্ডের মাটিতে। ছয় ইনিংসে পেয়েছেন মাত্র পাঁচ উইকেট। ধারাবাহিকতা একেবারেই ছিল না। তাই ভারতের হারের পিছনে হার্দিক অবশ্যই দায়ী।

০৬ ০৬

রবিচন্দ্রন অশ্বিন: দলের সেরা স্পিনার। কিন্তু, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অশ্বিনের পারফরম্যান্স হতাশাজনক। খরচ করেছেন প্রচুর রান। মইন আলি সফল হলেও অশ্বিন পুরোপুরি ব্যর্থ। তিনি ভাল পারফরম্যান্স করলে ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement