Cristiano Ronaldo

Cristiano Ronaldo: গিনেস বুকে নাম তুললেন রোনাল্ডো, নিজেই পোস্ট করলেন সেই ছবি

সম্প্রতি নিজের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করেছেন রোনাল্ডো। সেখানে সাত নম্বর জার্সি পরেই খেলবেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৭:০১
Share:

আন্তর্জাতিক মঞ্চে সব থেকে বেশি গোল করার জন্য এই কৃতিত্ব পেলেন রোনাল্ডো। —ফাইল চিত্র

গিনেস বুক অব রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। ছেলেদের ফুটবলে আন্তর্জাতিক মঞ্চে সব থেকে বেশি গোল করার জন্য এই কৃতিত্ব পেলেন তিনি। ফেসবুকে সেই ছবি পোস্ট করে জানালেন রোনাল্ডো।

পর্তুগিজ অধিনায়ক আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল করেন। সেই সঙ্গে ১৮০টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোল সংখ্যা দাঁড়াল ১১১। আলি দেইকে টপকে গেলেন তিনি। গিনেস বুকের তরফে দেওয়া হয় শংসাপত্র। সেই ছবি পোস্ট করে রোনাল্ডো লেখেন, ‘গিনেস বুক অব রেকর্ডকে ধন্যবাদ। ভাল লাগে রেকর্ড ভাঙার জন্য পরিচিত হতে। চেষ্টা করব এই সংখ্যা আরও বাড়িয়ে নিতে।’

Advertisement

সম্প্রতি নিজের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করেছেন রোনাল্ডো। সেখানে সাত নম্বর জার্সি পরেই খেলবেন তিনি। শুক্রবার সে কথা জানিয়ে দিয়েছে ম্যাঞ্চেস্টার। তবে এখন রোনাল্ডো ব্যস্ত পর্তুগালের হয়ে খেলার জন্য। ১১ সেপ্টেম্বর নিউক্যাসলের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে তাঁকে।

ম্যাঞ্চেস্টারের জার্সিতেও রেকর্ড গড়ার জন্য মুখিয়ে থাকবেন রোনাল্ডো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement