Cristiano Ronaldo

Cristiano Ronaldo: নিউক্যাসলের বিরুদ্ধে শনিবারই হয়তো মাঠে রোনাল্ডো

পর্তুগিজ মহাতারকা ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবে ফেরার পরে জল্পনা একটাই। কবে তাঁকে রেড ডেভিলসের জার্সিতে আবার খেলতে দেখা যাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ০৭:৩৩
Share:

নিউক্যাসলের বিরুদ্ধেই হয়তো নেমে পড়বেন রোনাল্ডো। ফাইল চিত্র।

কার্যত হুঙ্কার দিয়ে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরিষ্কার জানিয়ে দিলেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তাঁর দ্বিতীয় পর্বের আগমন নিছক ছুটি কাটাতে আসা নয়।

Advertisement

পর্তুগিজ মহাতারকা ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবে ফেরার পরে জল্পনা একটাই। কবে তাঁকে রেড ডেভিলসের জার্সিতে আবার খেলতে দেখা যাবে। আজ, শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ মুখোমুখি হচ্ছে নিউক্যাসলের। রোনাল্ডো-ভক্তদের প্রত্যাশা, এই ম্যাচেই হয়তো নেমে পড়বেন পর্তুগিজ তারকা! এবং তাঁদের কিছুটা হলেও আশ্বস্ত করেছেন ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার। রোনাল্ডো ক্লাবের ওয়েবসাইটে বলেছেন, ‘‘ভাববেন না আমি এখানে ছুটি কাটাতে এসেছি।...এই ক্লাবে প্রথম বারও খুব ভাল কেটেছিল। সে বারও অনেক গুরুত্বপূর্ণ ট্রফি জিতেছি। এ বারও এসেছি জেতার সেই মানসিকতা নিয়ে। আমার এবং সতীর্থদের সে ক্ষমতা আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement