Sports news

ব্যালন ডি’ওর জিতে মেসির পাশে রোনাল্ডো

এই মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন রোনাল্ডো। মাস কয়েক আগে ফিফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন সি আর সেভেন। এ বার ব্যালন ডি’ওর-ও তাঁর দখলে। বৃহস্পতিবার দুপুরেই ব্যক্তিগত বিমানে প্যারিসে পৌঁছে যান রোনাল্ডো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৬
Share:

স্বপ্নপূরণ: পঞ্চম ব্যালন ডি’ওর জিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এএফপি।

সরকারি ভাবে বিজয়ীর নাম ঘোষণার অনেক আগে থেকেই ফুটবল দুনিয়া ধরে নিয়েছিল, তিনিই সেরার সিংহাসনে বসতে চলেছেন। শেষ পর্যন্ত সেটাই হল। লিওনেল মেসি-কে হারিয়ে পঞ্চম ব্যালন ডি’ওর জিতে নিলেন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

কিছু দিন আগেও রোনাল্ডো এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর দু’টো লক্ষ্য। সাতটা ব্যালন ডি’ওর এবং সাত সন্তান। যে লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে চলেছেন তিনি! রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান গত সপ্তাহেই বলেছিলেন, ‘‘রোনাল্ডোকে কোনও গণ্ডিতে আটকে রাখা যায় না। রোনাল্ডো কিছুতেই তৃপ্ত হয় না। ও এর পর ছয় এবং সাত নম্বর ব্যালন ডি’ওরের জন্যও ঝাঁপাবে।’’

ব্যালন ডি’ওর খেতাবের লড়াইয়ে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বেশ কয়েক জন ফুটবলার। যেমন হ্যারি কেন, এডেন অ্যাজার, কেভিন দে ব্রুইন। আর ছিলেন নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-ও। তবে শুরু থেকেই কিছুটা পিছিয়ে ছিলেন মেসি। হয়তো সে জন্যই বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে বলেছেন, ‘‘আমার কোনও আগ্রহ নেই কে কোন পুরস্কার পাচ্ছে।’’ এখানেই না থেমে তিনি যোগ করেছেন, ‘‘আমার কাছে পুরস্কারের কোনও মূল্য নেই। যে যাকে খুশি যা ইচ্ছে পুরস্কার দিতে পারে। দ্য গোল্ডেন শু, ব্যালন...আমি জানি না এ রকম কত পুরস্কার আছে। আমি এ সব পুরস্কারের মূল্যায়নও করতে চাই না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন