WTC

WTC Final: কেন আইসিসি-র প্রতিযোগিতায় হারছে ভারত? কারণ খোঁজার চেষ্টা করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অ্যামব্রোজ

বিশ্ব টেস্ট ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ১৬:২৮
Share:

কার্টলে অ্যামব্রোজ ফাইল ছবি

বিশ্ব টেস্ট ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। বিভিন্ন ক্রিকেটার ভারতের হারের খুঁজে বের করেছেন। এবার সেই কাজ করলেন কার্টলে অ্যামব্রোজও।

Advertisement

বৃষ্টিতে দু’দিন ভেস্তে গেলেও হার আটকাতে পারেনি ভারত। চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা।

অ্যামব্রোজ বলেছেন, “আইসিসি-র গত ৬-৭টা প্রতিযোগিতায় ভারত ফাইনাল বা সেমিফাইনালে হেরে গিয়েছে। আমি ভাবছি কেন এরকম হচ্ছে। কারণ, ওরা যথেষ্ট সফল দল। কিন্তু বড় প্রতিযোগিতা এলেই ওরা ধারাবাহিক ভাবে ব্যর্থ হয়।”

Advertisement

অ্যামব্রোজের সংযোজন, “ওদের কি নিজেদের পরিকল্পনা বদলাতে হবে নাকি অকারণে বড় প্রতিযোগিতায় নিজেদের চাপে ফেলা বন্ধ করতে হবে? যদি সেটা হয় তাহলে ভুল। প্রাক্তন ক্রিকেটার হিসেবে আমি বলতে পারি, সফল হওয়ার জন্য যে যে জায়গায় উন্নতি দরকার, সেটা করা হোক।”

বিশ্ব টেস্ট ফাইনালে হেরেছেন কোহলী, রহাণেরা। ফাইল ছবি

শেষ বার ভারতের জেতা কোনও আইসিসি ট্রফি হল ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ২০১৪ টি২০ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হেরেছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন