শীর্ষে স্টেইন

টেস্টে ফের শীর্ষস্থান দখল করলেন ডেল স্টেইন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৯৯ রানে ৮ উইকেট নিয়ে জেমস অ্যান্ডারসন, অশ্বিনদের সরিয়ে ২০১৫ সালের ডিসেম্বরের পরে আবার আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার হিসেবে উঠে এলেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৮
Share:

টেস্টে ফের শীর্ষস্থান দখল করলেন ডেল স্টেইন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৯৯ রানে ৮ উইকেট নিয়ে জেমস অ্যান্ডারসন, অশ্বিনদের সরিয়ে ২০১৫ সালের ডিসেম্বরের পরে আবার আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার হিসেবে উঠে এলেন তিনি। এক সময়ে ধারাবাহিক ভাবে ব্যাটসম্যানদের ত্রাস হয়ে থাকা এই দক্ষিণ আফ্রিকান কাঁধের চোটের কারণে শীর্ষস্থান হারান এবং তাঁর জায়গায় উঠে আসেন স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনের মত ইংরেজ পেসাররা। টেস্টে প্রথম পাঁচ বোলার যথাক্রমে ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন, আর অশ্বিন, স্টুয়ার্ট ব্রড, রঙ্গনা হেরাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement