Darren Sammy

আইসিসিও বার্তা দিক, চান স্যামি

মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৬ বছর বয়সি কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে ঝড় উঠেছে গোটা বিশ্বে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ০৩:৪৯
Share:

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি।—ফাইল চিত্র।

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার জন্য আইসিসি এবং ক্রিকেটবিশ্বকে এগিয়ে আসার বার্তা দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৬ বছর বয়সি কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে ঝড় উঠেছে গোটা বিশ্বে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক স্যামি টুইটারে লিখেছেন, ‘‘হাঁটু দিয়ে চেপে ধরে থাকার ওই ভিডিয়ো দেখার পরেও যদি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ক্রিকেটবিশ্ব সরব না হয়, তা হলে বলতে হবে তোমরাও এই সমস্যার একটা অংশ।’’

প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার স্যামি নিজেও কৃষ্ণাঙ্গ। তিনি জানাতে ভুলছেন না যে, বর্ণবিদ্বেষের সমস্যাটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আটকে নেই। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডারের মতে, বিশ্বজুড়ে প্রতিদিনই এই ভয়ঙ্কর সামাজিক সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষ্ণাঙ্গদের। ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এবং বাকি ক্রিকেট বোর্ডগুলোর উদ্দেশে স্যামির বার্তা, ‘‘আইসিসি এবং বাকি ক্রিকেট বোর্ডদের বলছি, তোমরা কি দেখছ না আমাদের মতো মানুষকে কী রকম পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে? আমাদের বিরুদ্ধে যে অনৈতিক কাজগুলো সমাজে ঘটে চলেছে, তার বিরুদ্ধে তোমরা মুখ খুলবে না?’’ স্যামি আরও টুইট করেছেন, ‘‘এটা শুধু আমেরিকা বলে নয়। এটা প্রত্যেক দিনই ঘটে চলেছে। এখন চুপ করে থাকার সময় নয়। আমি তোমাদের বক্তব্য শুনতে চাই। দীর্ঘদিন ধরে কৃষ্ণাঙ্গরা অত্যাচারিত হয়ে আসছে।’’ এর পরে তিনি হ্যাশট্যাগ দিয়েছেন, ‘কৃষ্ণাঙ্গ জীবনেরও মূল্য আছে।’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন