প্রীতির দলের অধিনায়ক ডেভিড মিলার

আইপিএল-এর নিলাম শেষ। এবার পালা দলকে তৈরি করে নেওয়ার। নবম প্রিমিয়র লিগের দল গুছিয়ে অধিনায়ক ঘোষণা করে দিল কিংস ইলেভেন পঞ্জাব।চতুর্থ আইপিএল থেকে এই দলের সঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে অধিনায়ক ঘোষণা করল পঢ্জাব দল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫৬
Share:

আইপিএল-এর নিলাম শেষ। এবার পালা দলকে তৈরি করে নেওয়ার। নবম প্রিমিয়র লিগের দল গুছিয়ে অধিনায়ক ঘোষণা করে দিল কিংস ইলেভেন পঞ্জাব। চতুর্থ আইপিএল থেকে এই দলের সঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে অধিনায়ক ঘোষণা করল পঞ্জাব দল। প্রীতি জিন্টা এবার ভরসা রাখলেন মিলারের উপরই। নতুন দায়িত্ব পেয়ে খুশি এই ব্যাটসম্যান। বলেন, ‘‘আমি এই দায়িত্ব পেয়ে গর্বিত। আমার ওপর ভরসা রাখার জন্য আমি ফ্র্যাঞ্চাইজি মালিকদের ধন্যবাদ জানাই।’’

Advertisement

আইপিএল নিলামে বেশ ভালই দল গড়েছে পঞ্জাব দল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে এই মরশুমে বাকি দলকে বেগ দেবে পঞ্জাব। তিনি বলেন, ‘‘দারুণ দল হয়েছে এবার পঞ্জাবের। যেখানে অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছে আবার নতুন মুখ রয়েছে। যাদের নিজেদের প্রমাণ করার ইচ্ছে থাকবে। আমি এই দল নিয়ে এগিয়ে যেতে তৈরি।’’ দলের কোচ সঞ্জয় বাঙ্গারও ডেভিড মিলারকে নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘‘আমি ডেভিডকে ক্রিকেটার হিসেবে উঠে আসতে দেখেছি। ওর ব্যাটিং ক্ষমতা অসাধারণ। কঠিন সময়ে ঠান্ডা মাথায় ব্যাট করে যেতে পারে। আমার বিশ্বাস ও সাফল্যের সঙ্গে দলের অধিনায়কত্ব করবে।’’

আরও খবর

Advertisement

আইপিএল নিলাম: যুবরাজকে ছাপিয়ে গেলেন পবন নেগি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement