দীপার আর্জি

রিও প্যারালিম্পিক্সে রুপো জয়ী শটপাটার দীপা মালিককে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন সচিন তেন্ডুলকর।

Advertisement
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১১
Share:

রিও প্যারালিম্পিক্সে রুপো জয়ী শটপাটার দীপা মালিককে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন সচিন তেন্ডুলকর। যে বার্তায় উচ্ছ্বসিত দীপা জবাবে লেখেন, ‘‘এটা আমার জন্য বিশাল সম্মান। আমি আপনার বিরাট ফ্যান। ক্রিকেটটা একটা সময় নিজেও খেলেছি। রাজস্থানের হয়ে ১৯৮৮-৮৯ সালে, যখন হাঁটতে পারতাম। আশা করি আপনার সঙ্গে কোনও দিন দেখা হবে।’’ আর্জি মঞ্জুর হতে বেশি সময় লাগেনি। প্রায় সঙ্গে সঙ্গেই পাল্টা টুইট করেছেন সচিন। দীপাকে তিনি বলেছেন, ‘‘আপনার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি আমিও। আপনার পরিশ্রম আর প্রতিজ্ঞা আমাদেরও প্রেরণা দিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement