French Open 2025

চারটি ডাবল ফল্ট করেও জয়ী আলকারাজ়! প্রথম রাউন্ডে বিশ্বের ৩১০ নম্বরকে হারালেন গত বারের চ্যাম্পিয়ন

প্রথম রাউন্ডে চেনা ফর্মে দেখা গেল না কার্লোস আলকারাজ়কে। সরাসরি সেটে জিতলেও চারটি ডাবল ফল্ট করলেন চার বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। তাঁর র‌্যাকেট থেকে বেরোল মাত্র তিনটি ‘এস’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৮:২১
Share:

কার্লোস আলকারাজ়। —ফাইল চিত্র।

প্রত্যাশামতো ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন কার্লোস আলকারাজ়। প্রথম রাউন্ডে তিনি সরাসরি সেটে হারালেন ইটালির যোগ্যতা অর্জনকারী জিউলিয়ো জ়েপ্পিয়েরিকে। দ্বিতীয় বাছাইয়ের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-৪, ৬-২। যদিও সেরা ফর্মে দেখা গেল না গত বারের চ্যাম্পিয়নকে।

Advertisement

প্রাথমিক সূচি অনুযায়ী প্রথম রাউন্ডে আলকারাজ়ের প্রতিপক্ষ ছিলেন জাপানের কেই নিশিকোরি। ২০১৪ সালে ইউএস ওপেনের ফাইনালিস্ট শেষ মুহূর্তে নাম তুলে নেওয়ায় সুযোগ পান ২৩ বছরের জ়েপ্পিয়েরি। এটিপি ক্রমতালিকায় ৩১০ নম্বরে থাকা জ়েপ্পিয়ারি জিততে না পারলেও সাধ্যমতো লড়াই করলেন আলকারাজ়ে বিরুদ্ধে। ফরাসি ওপেনের দ্বিতীয় বাছাইকে প্রথম রাউন্ডে অবশ্য চেনা ছন্দে পাওয়া গেল না। চারটি ডাবল ফল্ট করলেন আলকারাজ়। তাঁর র‌্যাকেট থেকে এ দিন দু’টির বেশি ‘এস’ সার্ভিসও বেরোয়নি। ব্রেক পয়েন্ট কাজে লাগানোর ক্ষেত্রেও সপ্রতিভ ছিলেন না রাফায়েল নাদালের শিষ্য।

প্রথম সেট ৬-৩ ব্যবধানে জেতেন আলকারাজ়। ম্যাচের প্রথম সার্ভিস গেম জিততে আলকারাজ় সময় নেন ৭ মিনিট ২ সেকেন্ড। পঞ্চম গেমেও সার্ভিস ধরে রাখতে লড়াই করতে হয় স্পেনের ২২ বছরে টেনিস খেলোয়াড়কে। যদিও চতুর্থ গেমেই প্রতিপক্ষের সার্ভিস ভেঙে এগিয়ে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ৪০ মিনিটের লড়াইয়ে প্রথম সেট দখল করেন আলকারাজ়। পিছিয়ে পড়ার পর দ্বিতীয় সেটেও সমানে সমানে লড়াই করার চেষ্টা করেছেন জ়েপ্পিয়ারি। দ্বিতীয় সেটে প্রতিপক্ষের সার্ভিস ভাঙার জন্য আলকারাজ়কে অপেক্ষা করতে হয় সপ্তম গেম পর্যন্ত। তার পর ৬-৪ ব্যবধানে সেট জিততে বিশেষ বেগ পেতে হয়নি তাঁকে। সময় নেন ৪১ মিনিট।

Advertisement

২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ক্রমশ ছন্দে ফিরতে শুরু করেন গত বছরের ফরাসি ওপেনজয়ী। প্রথম গেমেই প্রতিপক্ষের সার্ভিস ভেঙে এগিয়ে যান। জ়েপ্পিয়ারি পাল্টা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও পারেননি। আলকারাজ়ের অভিজ্ঞতার কাছে পিছিয়ে পড়েন। পঞ্চম গেমে আবার প্রতিপক্ষের সার্ভিস ভাঙেন আলকারাজ়। তৃতীয় সেটে জয় পান ৬-২ ব্যবধানে। সময় নেন ৩৫ মিনিট।

আলকারাজ় ছাড়াও পুরুষদের সিঙ্গলসে বাছাইদের মধ্যে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সপ্তম বাছাই নরওয়ের ক্যাসপার রুড। তিনি স্পেনের যোগ্যতা অর্জনকারী র‌্যামোস ভিনোলাসকে হারিয়েছেন ৬-৩, ৬-৪, ৬-২ ব্যবধানে। মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডের বাঁধা টপকেছেন ইগা সিয়নটেকও। পঞ্চম বাছাই পোল্যান্ডের সিয়নটেক ৬-৩, ৬-৩ ব্যবধানে জিতেছেন স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভার বিরুদ্ধে। জিতেছেন দ্বাদশ বাছাই কাজ়াখস্তানের এলিনা রিবাকিনা। তিনি ৬-১, ৪-৬, ৬-৪ ফলে হারিয়েছেন যোগ্যতা অর্জনকারী আর্জেন্টিনার জুলিয়া রিয়েরাকে।

ফরাসি ওপেনের দ্বিতীয় দিন অঘটনও ঘটল। প্রথম রাউন্ডেই হেরে গেলেন মহিলা সিঙ্গলসের নবম বাছাই আমেরিকার এমা নাভারো। স্পেনের অবাছাই জেসিকা বোজ়াস মানেরিয়োর কাছে তিনি হারলেন ০-৬, ১-৬ ব্যবধানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement