রোমিও চূড়ান্ত বাগানে

চরম সমস্যায় পাঁচ বারের আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পো। অবনমনের জেরে ভাঙন ধরছে দলে। লেনি রড্রিগেজের পরে এ বার রোমিও ফার্নান্ডেজও চূড়ান্ত বাগানে।

Advertisement
শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০২:৫৭
Share:

চরম সমস্যায় পাঁচ বারের আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পো। অবনমনের জেরে ভাঙন ধরছে দলে। লেনি রড্রিগেজের পরে এ বার রোমিও ফার্নান্ডেজও চূড়ান্ত বাগানে। ডেম্পোর তিন বাঙালি ফুটবলার প্রণয় হালদার, প্রবীর দাস ও নারায়ণ দাসও নাকি কলকাতার দিকে পা বাড়িয়ে। তাঁরা রিলিজ চেয়েছেন। সুত্রের খবর, অলউইন জর্জকে চাইছে বেঙ্গালুরু এফসি এবং ভারত এফসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement