চড়ছে আইএসএলের পারদ, কলকাতাকে হারাতে মরিয়া মুম্বই কোচ

বাগানের তিন মাস এখনও ভোলেননি ডার্বি

স্টিভ ডার্বির পাখির চোখ এখন কলকাতা বধের দিকে স্থির। মঞ্চ একেবারেই অন্য। কিন্তু কলকাতা নামটা শুনলেই যে রাগ আর অভিমান উথলে ওঠে ব্রিটিশ কোচের। এড়িয়ে যেতে চেষ্টা করলেও, আলোচনার সময় সেটা প্রকাশ হয়ে পড়ে বারবার। মোহনবাগানের সঙ্গে এমনিতে আটলেটিকো দে কলকাতার কোথাও কোনও যোগ নেই। মিল শুধু এক জায়গায়। দুটো দলই যে একই শহরের— কলকাতার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:১৯
Share:

চেন্নাইয়ে টিম লোগো উদ্বোধনে মাতেরাজ্জি। সোমবার। ছবি: পিটিআই

স্টিভ ডার্বির পাখির চোখ এখন কলকাতা বধের দিকে স্থির।

Advertisement

মঞ্চ একেবারেই অন্য। কিন্তু কলকাতা নামটা শুনলেই যে রাগ আর অভিমান উথলে ওঠে ব্রিটিশ কোচের। এড়িয়ে যেতে চেষ্টা করলেও, আলোচনার সময় সেটা প্রকাশ হয়ে পড়ে বারবার।

মোহনবাগানের সঙ্গে এমনিতে আটলেটিকো দে কলকাতার কোথাও কোনও যোগ নেই। মিল শুধু এক জায়গায়। দুটো দলই যে একই শহরের— কলকাতার।

Advertisement

আর ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী ম্যাচেই তো স্টিভ ডার্বির মুম্বই সিটি এফ সি-র সামনে লুই গার্সিয়ার আটলেটিকো দে কলকাতা! এবং সেটা আবার যুবভারতীতেই। “কলকাতায় গিয়ে আটলেটিকো দে কলকাতাকে হারাতে পারলে শুরুতেই আত্মবিশ্বাসী হতে পারবে আমার টিম। তাই এই জয়টা খুব দরকার। মোহনবাগান নিয়ে ভাবছি না। আমার কাছে মুম্বইয়ের জয়ই এখন গুরুত্বপূর্ণ। কলকাতাকে হারাতেই হবে।” সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সরাসরিই জানিয়ে দেন বাগানের প্রাক্তন কোচ এবং বর্তমানে মুম্বই সিটি এফ সি-র সহকারি কোচ। প্রধান কোচ পিটার রিডের অনুপস্থিতিতে আপাতত রহিম নবি-দীপক মণ্ডলদের অনুশীলন করাচ্ছেন তিনি।

করাতে এসেছেন আই এস এলের মুম্বই টিমের কোচিং। তা হলে মোহনবাগান প্রসঙ্গ কেন টেনে আনেন স্টিভ? কারণ তিন বছর আগে বাগানের কোচিং করাতে এসেই তো ব্যর্থতার তকমা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।

যেখান থেকে ব্যর্থ হয়ে বিদায় নিয়েছিলেন সেই কলকাতায় আবার তিন বছর পর আসবেন। মোহবাগানের ঘটনার জন্য কী এখন সত্যি আর কোনও খারাপ লাগা নেই? ডার্বি জানিয়ে দিলেন, “মোহনবাগান আমাকে একেবারেই সময় দেয়নি সে বার। মাত্র তিন মাস দলের দায়িত্ব নিয়ে কিছু প্রমাণ করা যায় না। খুব খারাপ লেগেছিল বিদায় নেওয়ার দিন। আমার কোচিং জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা।” তবে গঙ্গাপাড়ের ক্লাব সম্পর্কে একটু চেপে ধরতেই বুঝে গেলেন এটা নিয়ে বিতর্ক হতে পারে। সে জন্যই ফের লিখলেন, “আমি পেশাদার কোচ। থেমে থাকলে তো চলবে না। মোহনবাগানের সঙ্গে আটলেটিকোর দে কলকাতার সেই অর্থে কোনও সম্পর্ক নেই। এটা তো শহর ভিত্তিক টিমের টুর্নামেন্ট। আর আমার দলে রাম মালিক বলে একজন ফুটবলার আছে যে এখন মোহনবাগানেই খেলে। পেশাদার জায়গায় আবেগের কোনও জায়গা নেই।”

এখনও পর্যন্ত মুম্বই-এর প্রধান কোচ পিটার রিড দলের সঙ্গে যোগ দেননি। ডার্বি এত দিন দলের যাবতীয় দায়িত্ব সামলেছেন। তবে ব্রিটিশ কোচ জানালেন, আজ মঙ্গলবার ভোরে এসে পড়বেন রিড। বলছেন, “রিডের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে আমার। দু’জনে আলোচনা করেই দলের যাবতীয় সিদ্ধান্ত নিয়েছি।” পাশাপাশি ডার্বি জানাতে ভুললেন না, “রিড মুম্বই টিমের সাফল্য নিয়ে ভীষণ আশাবাদী।” তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি ফ্রান্সের ফুটবলার নিকোলাস আনেলকা। রিয়েল মাদ্রিদ, চেলসি, লিভারপুলে খেলা ফুটবলার কবে আসবেন? ডার্বি জানালেন, “ভিসা সমস্যার জন্য একটু দেরি হচ্ছে। তবে আশা করছি, এই সপ্তাহের শেষে চলে আসবে ও।”

মুম্বই টিমকে উৎসাহ দিতে টিম মালিক বলিউড তারকা রণবীর কাপুরও নবিদের সঙ্গে ফুটবল ম্যাচ খেলে গিয়েছেন। সব মিলিয়ে, মুম্বই সিটি এখন আইএসএলে নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছে। মুম্বই টিম ম্যানেজমেন্ট চেষ্টা চালাচ্ছে, কলকাতায় আইএসএলের উদ্বোধনী ম্যাচ খেলতে আসার আগে দুবাইয়ে কয়েকটি অনুশীলন ম্যাচ খেলার। রিড আসার পর তাঁর সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন