MS Dhoni

ধোনি যখন বাসচালক

ধোনি সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে লক্ষ্মণ আরও জানিয়েছেন, এক বার ভারতীয় ক্রিকেটারদের বাস চালিয়ে গোটা দলকে মাঠ থেকে হোটেলে নিয়ে এসেছিলেন ধোনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ০৫:৪৯
Share:

মহড়া: সিএসকে-র অনুশীলনে যাচ্ছেন ধোনি। মঙ্গলবার। পিটিআই

সচিন তেন্ডুলকর যেমন জীবনের শেষ ম্যাচ খেলেছিলেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, তেমনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া মহেন্দ্র সিংহ ধোনি তাঁর শেষ ম্যাচ খেলতে পারেন চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। এমনই অনুমান, ভি ভি এস লক্ষ্মণের। ধোনি সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে লক্ষ্মণ আরও জানিয়েছেন, এক বার ভারতীয় ক্রিকেটারদের বাস চালিয়ে গোটা দলকে মাঠ থেকে হোটেলে নিয়ে এসেছিলেন ধোনি।

Advertisement

ভারতীয় দলের সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে লক্ষ্মণ জানিয়েছেন, মাঠের মতোই মাঠের বাইরেও অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ ধোনি। তিনি কোন মাঠে জীবনের শেষ ম্যাচ খেলবেন সে প্রসঙ্গে লক্ষ্মণের জবাব, ‍‘‍‘ধোনি যতদিন ক্রিকেট খেলবে, ততদিনই ও সিএসকে-র অধিনায়কত্ব করবে। সিএসকে সমর্থকদের আবেগটাও এম এস খুব পছন্দ করে। আমার মনে হয়, চিদম্বরম স্টেডিয়ামেই শেষ ম্যাচ খেলবে ধোনি।’’

র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরেই কোহালি: আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিং তালিকার দুই নম্বরেই রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। মঙ্গলবার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর পূর্ণ করলেন। এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। বোলিং র‌্যাঙ্কিং তালিকায় নয় নম্বরে নেমে গিয়েছেন পেসার যশপ্রীত বুমরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন