ঢাকার ডায়েরি

নিয়মরক্ষার তৃতীয় ওয়ান ডে যে দিনই হোক, টিম ইন্ডিয়ার ২৬ জুনের আগে বাংলাদেশ ছেড়ে যাওয়া হচ্ছে না। এমনিতে আগামী ২৪ জুন শেষ ওয়ান ডে হওয়ার কথা।

Advertisement

রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ১৯:১৮
Share:

মুস্তাফিজুরকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।

বিজেনস ক্লাস কম, বাড়ি যেতে দেরি

Advertisement

নিয়মরক্ষার তৃতীয় ওয়ান ডে যে দিনই হোক, টিম ইন্ডিয়ার ২৬ জুনের আগে বাংলাদেশ ছেড়ে যাওয়া হচ্ছে না। এমনিতে আগামী ২৪ জুন শেষ ওয়ান ডে হওয়ার কথা। সে দিন না হলে তার পরের দিন ম্যাচ। কিন্তু নির্ধারিত দিনে ম্যাচ হয়ে গেলেও ধোনিদের একটা দিন থেকে যেতে হবে। কারণ টিম যে ফ্লাইট ধরবে বলে ঠিক করেছে, সেখানে যথেষ্ট বিজনেস ক্লাস টিকিট নেই ২৫ তারিখের। তাই সিরিজ যে দিনই শেষ হোক, ফিরতে হবে ২৬ জুন।

Advertisement

দু’টো শব্দ

বক্তার নাম মুস্তাফিজুর রহমান। সাতক্ষীরা এক্সপ্রেস যতটা মারাত্মক বল করেন, কথা বলেন ততধিক নম্র সুরে। যে কোনও প্রশ্নে সলজ্জ হাসি আর দু’টো শব্দের উত্তর আসে‘ভাল লাগছে।’

দাদা-ভাই

মাশরফি মর্তুজা এবং মুস্তাফিজুর রহমান। রবিবারের মীরপুরে সিরিজ জয়ের পর এঁরা দু’জন এসেছিলেন সাংবাদিক সম্মেলনে। সেখানেই একান্ত আলাপচারিতায় মুস্তাফিজুর অধিনায়ককে বলতে থাকেন, “রোজ রোজ আসতে হচ্ছে। প্রেস কনফারেন্স করতে হচ্ছে। খারাপ কিন্তু লাগছে না।” মাশরফি তখন নায়ককে অদ্ভুত একটা কথা বলেন। “এ রকমই খেলতে থাক। রোজ আসবি!”

মাঠেই বাইক

মহেন্দ্র সিংহ ধোনি যখন নতমস্তকে সাংবাদিক সম্মেলন করতে ঢুকছেন, তখন দৃশ্যটা দেখা গেল। শের-ই-বাংলা স্টেডিয়ামে বাইক নিয়ে পাগলের মতো চক্কর কাটছে একটা ছেলে। পিছনে এক সতীর্থকে বসিয়ে। বাইক চালককে চেনা খুব সহজমুস্তাফিজুর রহমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement