India vs South Africa

ঋদ্ধিমানের পরিবর্তে টেস্ট দলে ফিরলেন কার্তিক

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগেই  হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ থেকেই ছিটকে গেলেন ঋদ্ধিমান সাহা। তাঁর পরিবর্তে ভারতীয় দলে ডেকে নেওয়া হল দীনেশ কার্তিককে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ১৪:০৬
Share:

দীনেশ কার্তিক। ছবি: এএফপি।

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগেই হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ থেকেই ছিটকে গেলেন ঋদ্ধিমান সাহা। তাঁর পরিবর্তে ভারতীয় দলে ডেকে নেওয়া হল দীনেশ কার্তিককে।

Advertisement

দ্বিতীয় টেস্টের আগে গত ১১ জানুয়ারি অনুশীলনের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ঋদ্ধি। এর এই চোটের কারণেই দ্বিতীয় টেস্টে নামতে পারননি ঋদ্ধিমান। তাঁর পরিবর্তে দলে সুযোগ দেওয়া হয় পার্থিব পটেলকে। তবে, এখনও পর্যন্ত পার্থিবের পারফরম্যান্স আহামরি কিছু নয়।

তবে, তৃতীয় টেস্টে পার্থিবের পরিবর্তে যদি খেলার সুযোগ পান কার্তিক তা হলে ২০১০-এর পর আবার ভারতের হয়ে টেস্ট সার্কিটে নামার সুযোগ পাবেন তিনি। ২০১০ এর ১৭ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে শেষ টেস্ট খেলেছিলেন এই উইকেটরক্ষক। এখনও পর্যন্ত কেরিয়ারে ২৩টি টেস্ট খেলেছেন কার্তিক। ২৩ টেস্টে কার্তিকের সংগ্রহ ১ হাজার রান, গড় ২৭.৭৮। টেস্টে একটি শতরানও আছে কার্তিকের।

Advertisement

আরও পডুন: বিরাটের মুকুটে নতুন পালক, ছুঁলেন ব্র্যাডম্যানকে

আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রায় নিশ্চিত তরুণ ব্রিগেড

শুধু ব্যাট হাতেই নয়, উইকেটের পিছনেও কার্তিকের পারফরম্যান্স বেশ নজরকাড়া। ২৩টি টেস্টে কার্তিকের ঝুলিতে আছে পাঁচটি স্ট্যাম্পিং এবং ৫১টি ক্যাচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন