Dinesh Karthik

বিশ্বকাপ খেলতে চাই, সুযোগ পেলে ধোনির মতো ফিনিশার হতে পারি, বলছেন কার্তিক

২০১৮ সালে কলম্বোয় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে চটজলদি ২৯ রান করেছিলেন কার্তিক। শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে হারিয়েছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ১৪:২১
Share:

ধোনির মতো ব্যাট হাতে ঝড় তুলতে চান কার্তিক। — ফাইল চিত্র।

টি টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনির মতো ফিনিশার হতে চান দীনেশ কার্তিক। আইপিএল-এর দুনিয়া কার্তিকের ব্যাট থেকে ঝোড়ো ইনিংস বহুবার দেখেছে। বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ু কে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেখানেও ফিনিশারের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।

Advertisement

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপ দলে ছিলেন কার্তিক। সে ভাবে সুযোগ পাননি এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বিশ্বকাপের জন্য নির্বাচকরা যে দল গড়েছিলেন, সেই দলে ঋষভ পন্থের জায়গা হয়নি। অভিজ্ঞতার জন্য কার্তিককে দলে রাখা হয়েছিল। বিশ্বকাপে পরিবর্তিত পরিস্থিতিতে আপৎকালীন ভিত্তিতে পন্থকে উড়িয়ে আনা হয়। অপেক্ষায় থাকতে হয় কার্তিককে। পন্থকে খেলানো হয়। বিশ্বকাপে দুটো ম্যাচে মাত্র খেলার সুযোগ পান কার্তিক। যথাক্রমে ৮ ও ৬ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে কার্তিক আর সুযোগ পাননি। যদিও টি টোয়েন্টি ফরম্যাটে কার্তিক আগেও বিস্ফোরক ইনিংস খেলেছেন।

২০১৮ সালে কলম্বোয় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে চটজলদি ২৯ রান করেছিলেন কার্তিক। শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে হারিয়েছিলেন তিনি। কার্তিক ইএসপিএন-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও দেরি আছে। তবে ঘরোয়া টুর্নামেন্টে যদি আমি ভাল খেলি এবং নিয়মিত পারফর্ম করি, তা হলে বিশ্বকাপ খেলব বলেই আমার বিশ্বাস।’’

Advertisement

আরও পড়ুন: পাঁচ ইনিংসে ১৩৮! অধিনায়কের ফর্মই সবচেয়ে উদ্বেগে রাখছে দক্ষিণ আফ্রিকাকে

ভারতীয় দলে সুযোগ পেলে ধোনির মতোই ফিনিশারের ভূমিকা নিতে পারবেন বলে বিশ্বাস করেন কার্তিক। তিনি বলছেন, ‘‘ধোনি দীর্ঘদিন ধরে যে ভূমিকা পালন করে যাচ্ছে, সুযোগ পেলে আমিও তা করতে পারব। কেকেআর ও তামিলনাড়ুর হয়ে আমি একই কাজ করেছি। টি টোয়েন্টি বিশ্বকাপে আমি খেলতে চাই।’’ এই মুহূর্তে ভারতীয় দলে এমন একজন সিনিয়র ক্রিকেটারকে দরকার যিনি কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। কার্তিক মনে করেন, তিনি এই কাজটা খুব ভাল করে করতে পারবেন। দলে জায়গা পেতে হলে কার্তিককে নিয়মিত পারফর্ম করতে হবে। সেই দিকেই নজর দিচ্ছেন কার্তিক।

আরও পড়ুন: টেস্টে অনন্য রেকর্ড! এ বার ব্র্যাডম্যানকেও পিছনে ফেললেন রোহিত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন