বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনিশ্চিত দীপা

২৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর দোহায় হবে এই প্রতিযোগিতা। সেখানে দল পাঠানোর জন্য ট্রায়াল ডাকা হচ্ছে ২৯-৩০ সেপ্টেম্বর। ভারতীয় দলের চিফ কোচ জি এস বাওয়া শনিবার দিল্লিতে বলেছেন, ‘‘দীপা এবং রাকেশ পাত্র-সহ সব জিমন্যাস্টকেই ট্রায়ালে নামতে হবে। ছেলে এবং মেয়ে মিলে ছয় জনের দল যাবে।’’  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৫
Share:

শর্ত: ট্রায়ালে নামতে হবে দীপা কর্মকারকেও। ফাইল চিত্র

বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য ট্রায়াল দেবেন দীপা কর্মকার। তবে দোহায় ওই প্রতিযোগিতায় সুযোগ পেলেও আদৌ তিনি নামবেন কি না, এখনও সিদ্ধান্ত নেননি দীপা।

Advertisement

২৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর দোহায় হবে এই প্রতিযোগিতা। সেখানে দল পাঠানোর জন্য ট্রায়াল ডাকা হচ্ছে ২৯-৩০ সেপ্টেম্বর। ভারতীয় দলের চিফ কোচ জি এস বাওয়া শনিবার দিল্লিতে বলেছেন, ‘‘দীপা এবং রাকেশ পাত্র-সহ সব জিমন্যাস্টকেই ট্রায়ালে নামতে হবে। ছেলে এবং মেয়ে মিলে ছয় জনের দল যাবে।’’

তাঁকেও ট্রায়াল দিতে হবে শুনে দীপা অবাক নন। জানিয়ে দিলেন, ‘‘চিঠি এখনও হাতে পাইনি। ট্রায়াল দিতে কোনও সমস্যা নেই। সেটা তো একটা প্রক্রিয়া।’’ দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী বললেন, ‘‘চিঠি পেলে দিল্লিতে ট্রায়াল দিতে নিয়ে যাব। কিন্তু দেখতে হবে দীপা কতটা তৈরি। তা দেখেই প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নেব। আমার কাছে এখন টোকিয়ো অলিম্পিক্সই লক্ষ্য। নভেম্বর থেকে সে জন্য প্রস্তুতি শুরু করব।’’ কিন্তু দীপাকে ট্রায়াল দিতে হবে শুনে কি আপনি অবাক? বিশ্বেশ্বর দাবি করলেন, ‘‘এশিয়াডের জন্যও তো ট্রায়াল দিয়েছিল দীপা। অনেক নতুন ভাল জিমন্যাস্ট এসে গিয়েছে। ট্রায়াল তো নিতেই হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন