নাদালকে ‘নাদান’ বানিয়ে দিল জকোভিচ ঝড়

নাদালকে হারিয়ে বছরের প্রথম ট্রফি জিতে নিল নোভাক জকোভিচ। এক কথায় শনিবার কাতার ওপেনে জোকার ঝড়ে দাঁড়াতেই পারলেন না নাদাল। এক তরফা ম্যাচের ফল ৬-১, ৬-২। এই নিয়ে টানা ১৬তম ট্রফি ঘরে তুললেন এই সার্বিয়ান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ২৩:৫৩
Share:

নাদালকে হারিয়ে বছরের প্রথম ট্রফি জিতে নিল নোভাক জকোভিচ। এক কথায় শনিবার কাতার ওপেনে জোকার ঝড়ে দাঁড়াতেই পারলেন না নাদাল। এক তরফা ম্যাচের ফল ৬-১, ৬-২। এই নিয়ে টানা ১৬তম ট্রফি ঘরে তুললেন এই সার্বিয়ান। জকোভিচ ফাইনালে পৌঁছেছিলেন কোনও সেট না হেরে। এর সঙ্গে ৬০তম এটিপি টাইটেল জিতে নিলেন তিনি। এই নিয়ে ৯৯তম ফাইনাল খেললেন নাদাল। ২০১৫টাও খুব ভাল যায়নি স্প্যানিশ তারকার। বিশেষ করে জকোভিচের বিরুদ্ধে। শেষ ১০টি ম্যাচের ন’টিতেই জিতেছিলেন জকোভিচ। ২০১৫তে ২৩টি টুর্নামেন্ট খেলে মাত্র তিনটিতেই জিতেছিলেন নাদাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement