আজ জিততেই হবে মহমেডানকে

দ্বিতীয় ডিভিশন আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার নেরোকার বিরুদ্ধে নামছে মহমেডান স্পোর্টিং। ‘গ্রুপ বি’-র বাধা টপকে পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে তাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫৯
Share:

দ্বিতীয় ডিভিশন আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার নেরোকার বিরুদ্ধে নামছে মহমেডান স্পোর্টিং। ‘গ্রুপ বি’-র বাধা টপকে পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে তাদের। যদি গ্রুপের অন্য ম্যাচে দিল্লিতে সাদার্ন সমিতি হেরে যায়, তা হলে ড্র করলেও মূল পর্বে যাবে মহমেডান।

Advertisement

ইজুমি আরাতা, সুভাষ সিংহ-সহ অতীতে আই লিগ ওয়ানে খেলা বেশ কিছু ফুটবলার রয়েছেন নেরোকায়। যদিও মণিপুরের এই দলটিকে বারাসতে হারিয়েছিল রঞ্জন চৌধুরীর মহমেডান। তবে তাঁর দলের কোনও বিদেশিই এ পর্যন্ত গোল পাননি দ্বিতীয় ডিভিশন আই লিগে। তার উপর ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে এ দিন সকালেই মণিপুর উড়ে গেল সাদা-কালো শিবির। যেখানে ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগেই সব দল পৌঁছে যায়।

মহমেডান সমর্থকদের জন্য সুখবর, গত কয়েক ম্যাচ বাইরে থাকার পর নেরোকার বিরুদ্ধে ফিরছেন টিমের অধিনায়ক রানা ঘরামি। মহমেডান কোচ অবশ্য বলছেন, ‘‘কোনও বিশেষ ফুটবলারের জন্য টিম হারে বা জেতে না। আমরা জেতার জন্যই সর্বাত্মক ভাবে ঝাঁপাব শনিবার। ড্রয়ের মানসিকতা নিয়ে খেলব না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন