Sports News

ফেভারিট পুরুষ ক্রিকেটার কে? দুর্দান্ত জবাব দিলেন মিতালী রাজ

ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালী। সাংবাদিক সম্মেলনে উত্তর দিচ্ছিলেন তাঁর চেনা ছন্দেই। তখনই এল সেই প্রশ্ন। জবাবটাও এল সঙ্গে সঙ্গেই। তবে, সেই সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন মিতালী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ১৭:০৬
Share:

ভারত অধিনায়ক মিতালী রাজ। -ফাইল চিত্র।

তিনি শুধু ব্যাট হাতে বোলারকে বাউন্ডারির বাইরে পাঠান এমনটা নয়, তিনি যে বিশ্ব ক্রিকেট মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিককেও একহাত নিতে পারেন সেটা প্রমাণ করে দিলেন মিতালী রাজ।

Advertisement

রীতিমতো বিরক্ত মিতালী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বুঝিয়ে দিলেন এই বৈষম্যে তাঁর সমর্থন নেই। যা নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব।

শনিবার থেকেই ইংল্যান্ডে শুরু হয়ে যাচ্ছে মহিলাদের বিশ্বকাপ। এই মুহূর্তে সেখানেই রয়েছে পুরো ভারতীয় দল। তার আগে সাংবাদিক সম্মেলনে ঘটে গেল এমন এক ঘটনা যা অতীতে কখনও ঘটেছে কী না জানা নেই। ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালী। সাংবাদিক সম্মেলনে উত্তর দিচ্ছিলেন তাঁর চেনা ছন্দেই। তখনই এল সেই প্রশ্ন। এক সাংবাদিক প্রশ্ন করে বসলেন, ‘‘আপনার প্রিয় পুরুষ ক্রিকেটার কে?’’

Advertisement

আরও খবর: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতীয় শিবিরে কে হানা দিলেন

জবাবটাও এল সঙ্গে সঙ্গেই। তবে, কোনও ক্রিকেটারের নাম নয়। সেই সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন মিতালী।

কী ছিল সেই প্রশ্ন?

মিতালীর প্রশ্ন, ‘‘আপনি এই একই প্রশ্ন কোনও পুরুষ ক্রিকেটারের কাছে জানতে চাইবেন?’’ একটু থেমে আবার মিতালী বলেন, ‘‘আপনি কি তাদের জিজ্ঞেস করবেন তাদের প্রিয় মহিলা ক্রিকেটার কে? আমাকেই কেন এই প্রশ্ন সব সময় করা হবে কেন তাদের নয়?’’

তার পরই মিতালীর এই বক্তব্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মিতালীকে কিছু করতে হয়নি বরং তাঁর হয়েই লড়ে গিয়েছে গোটা বিশ্ব।

বিখ্যাত ক্রিকেট লেখক অ্যাডাম কলিন্স মিতালীর পাল্টা প্রশ্নের প্রশংসা করে টুইট করেছেন। এরকম আরও অনেকেই সোশ্যাল মিডিয়ায় মিতালীর জবাবের প্রশংসায় মুখ খুলেছেন। " ?" 👊🏻

বিখ্যাত ক্রিকেট লেখক অ্যাডাম কলিন্স মিতালীর পাল্টা প্রশ্নের প্রশংসা করে টুইট করেছেন। এরকম আরও অনেকেই সোশ্যাল মিডিয়ায় মিতালীর জবাবের প্রশংসায় মুখ খুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement