স্বপ্ন হল সত্যি! ম্যাচের নায়ক মিরাজের দৌড়।
মিরপুরের মাটিতে স্বপ্নপূরণ বাংলার বাঘেদের! ক্রিকেট খেলার আইনকানুন তৈরি হয়েছে যে দেশের মাটিতে, রবিবার তারাই কুপোকাত হল বাংলাদেশের কাছে। দ্বিতীয় টেস্টের প্রতি দিনই চূড়ান্ত নাটকীয় উত্থান-পতনের সাক্ষী থাকল মিরপুর। কে জিতবে, কে হারবে তা বোঝা গেল না শেষ মুহূর্ত পর্যন্ত। টানটান উত্তেজনার মাঝেই পাল্লা কখনও ভারী বাংলাদেশের তো কখনও ইংল্যান্ডের।
সিরিজের প্রথম টেস্টে আশা জাগিয়ে তা মেটাতে পারেননি টাইগাররা। তবে শেষ টেস্টে তা একেবারে সুদেআসলে উসুল করে নিয়েছেন তামিম-মিরাজ-ইমরুল-সাকিবরা। মুশফিকুরের রহিমের নেতৃত্বে ইতিহাস গড়লেন টাইগাররা। ইতিহাসের পাতায় ঢুকে পড়ার দিনে ফিরে দেখা কয়েকটি স্মরণীয় মুহূর্ত।
ছবি: এপি, এএফপি এবং রয়টার্স।
আরও পড়ুন
চট্টগ্রামের বদলা ঢাকায়! মিরাজ, সাকিব গুঁড়িয়ে দিল ইংল্যান্ডকে