লিগ হারিয়ে ডার্বির গোলই লক্ষ্য ডুডুর

আই লিগে ডুডু ওমেগবেমিকে কি রাখবে মোহনবাগান? প্রশ্ন শুনে গম্ভীর হয়ে যান সবুজ-মেরুন জার্সিতে ছয় গোল করে ফেলা নাইজিরিয়ান স্ট্রাইকার। ‘‘পরের চারটে ম্যাচ জিততে হবে। গোল করতে হবে। তার পর আই লিগ নিয়ে ভাবব। তবে এটা বলছি, গত বার ইস্টবেঙ্গলে যেটা পাইনি এখানে সেই পজিশন ফিরে পাওয়ার পর কিন্তু গোল করছি,’’ বলে দিন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৪
Share:

মরিয়া ডুডুর প্রস্তুতি।

আই লিগে ডুডু ওমেগবেমিকে কি রাখবে মোহনবাগান? প্রশ্ন শুনে গম্ভীর হয়ে যান সবুজ-মেরুন জার্সিতে ছয় গোল করে ফেলা নাইজিরিয়ান স্ট্রাইকার। ‘‘পরের চারটে ম্যাচ জিততে হবে। গোল করতে হবে। তার পর আই লিগ নিয়ে ভাবব। তবে এটা বলছি, গত বার ইস্টবেঙ্গলে যেটা পাইনি এখানে সেই পজিশন ফিরে পাওয়ার পর কিন্তু গোল করছি,’’ বলে দিন তিনি।

Advertisement

কিন্তু নিজের পারফরম্যান্সে কি খুশি? সরাসরি উত্তর দেন না। ‘‘কয়েক দিন জ্বর হয়েছিল। সামান্য অসুস্থ ছিলাম। এখন আমি ফিট। লিগ তো শেষ হয়নি। দেখুন কী করতে পারি।’’ অনিশ্চিত জীবন। ছেড়ে আসা পড়শি ক্লাবে লিগ খেতাব ঢোকা শুধু সময়ের অপেক্ষা। এই অবস্থায় স্বাভাবিক ভাবেই ডার্বিকে পাখির চোখ করেছেন, ডুডুর সঙ্গে কথা বললেই বোঝা যায়। এখানে খেলার সুবাদে জানেন, লিগ জেতাতে না পারলেও এই একটা ম্যাচ গোল করে জেতাতে পারলেই নায়ক হয়ে যাবেন। খুলে যেতে পারে আই লিগে সুযোগ পাওয়ার রাস্তা। শুধু তাই নয়, ডার্বি জিতলে লাল-হলুদের জয়ে চোনাও ফেলে দেওয়া যাবে। মুখে অবশ্য ডার্বি শব্দটা আনতে নারাজ ডুডু। বন‌্ধ-এর বিকেলে অনুশীলন করে বেরনোর সময় ঘিরে ধরা সমর্থকদের ছবি তোলার আবদার মেটাবার ফাঁকে বললেন, ‘‘ডার্বি স্পেশ্যাল। ওটা তো জিততেই হবে। অন্য ম্যাচও জিততে হবে। এখন এটাই লক্ষ্য আমাদের।’’

আজ, বৃহস্পতিবার রঘু নন্দীর পুলিশের সঙ্গে ম্যাচ কাতসুমিদের। তার আগের দিন সঞ্জয় সেন ঘণ্টা দেড়েক অনুশীলন করালেও সবার নজর ছিল বারাসতে ইস্টবেঙ্গল-কালীঘাট ম্যাচে। ইস্টবেঙ্গল দু’গোলে পিছিয়ে পড়ার পর ক্লাবে উপস্থিত কর্তা এবং ফুটবলারদের মধ্যে চনমনে ভাবটা ঝলকে উঠল। ২-২ হতেই তা কিছুটা নিভু নিভু। ৩-২ এ ইস্টবেঙ্গল এগিয়ে যেতেই সব চুপচাপ। বাগান কোচ তাঁবুর দরজা দিয়ে ভিতরে ঢোকার সময় ৩-৩ হয়ে গেল। সঞ্জয় বলে গেলেন, ‘‘আমি বারবার বলছি লিগে অনেক কিছুই হয়। দেখুন কী দাঁড়ায়।’’ শেষ পর্যন্ত অবশ্য ইস্টবেঙ্গল জিতে যাওয়ায় বাগানের লক্ষ্য হয়ে যায় ডুডুর মতোই।

Advertisement

ডার্বি জেতা সম্ভব। তবে লিগ আর পাওয়া যাবে না, জানেন বাগানের সবাই। সে জন্যই আই লিগের মঞ্চ তৈরির কাজ শুরু করে দিয়েছেন সঞ্জয়। ‘‘লিগ কে পাচ্ছে না পাচ্ছে তা দেখছি না। পরের চারটি ম্যাচ জিততে হবে এটাই মাথায় রাখছি। তার পর দেখা যাক কী হয়?’’ বলছিলেন গত বারের আই লিগ জেতা কোচ। তাঁর কাছে জানতে চাওয়া হয়, গুস্তাভো এবং জুদেলিনের মধ্যে কাকে খেলাবেন পুলিশের বিরুদ্ধে। সঞ্জয় বলেন, ‘‘ডুডু খেলবেই। সঙ্গে ওদের মধ্যে কোনও একজন। দু’জনেই ফিট। সুযোগ পেলে দু’জনকেই খেলাব। ডার্বির আগে ওদের দেখে নেওয়া দরকার।’’

বৃহস্পতিবারে কলকাতা লিগ

মোহনবাগান : পুলিশ এসি (বারাসত ৩-৩০)

টালিগঞ্জ অগ্রগামী : সাদার্ন সমিতি (ইস্টবেঙ্গল)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন