ড্যানিয়েলের প্রশংসায় ডাফি

এখনও কলকাতা এসে পৌঁছননি মোহনবাগানের দ্বিতীয় বিদেশি ড্যানিয়েল সিবর্ন। তার আগেই ব্রিটিশ এই ডিফেন্ডারের প্রশংসায় পঞ্চমুখ হলেন স্কটিশ গোলমেশিন ড্যারেল ডাফি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০৪:৩৪
Share:

দুই প্রধানের দুই তারকা। ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন ডং। মোহনবাগানের প্রথম প্র্যাকটিস ম্যাচেই দু’গোল ডাফির।-উৎপল সরকার

এখনও কলকাতা এসে পৌঁছননি মোহনবাগানের দ্বিতীয় বিদেশি ড্যানিয়েল সিবর্ন। তার আগেই ব্রিটিশ এই ডিফেন্ডারের প্রশংসায় পঞ্চমুখ হলেন স্কটিশ গোলমেশিন ড্যারেল ডাফি।

Advertisement

বাগানের জোড়া ‘ডি’-র সম্পর্কটা আসলে কী?

শুক্রবার প্র্যাকটিস ম্যাচে বড় ব্যবধানে জেতার পর ডাফি নিজেই সেই রহস্য উন্মোচন করলেন। বলে দিলেন, ‘‘ড্যানিয়েলকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। স্কটল্যান্ডে একসঙ্গে খেলার দৌলতে। ও খুবই ভাল ডিফেন্ডার। ওর উচ্চতাও ভাল। ওকে নেওয়ায় লাভবান হবে মোহনবাগানই।’’

Advertisement

ডাফি চাইছেন, প্র্যাকটিস ম্যাচ এবং কলকাতা লিগ খেলে আই লিগ আর ফেডারেশন কাপের জন্য নিজেকে তৈরি করতে। এ দিন সিএফসি-র সঙ্গে দ্বিতীয় অনুশীলন ম্যাচ খেলল বাগান। ডাফি জোড়া গোল করলেন। গোল করিয়েছেনও। প্রস্তুতি ম্যাচে বাগান জিতল ৮-০ গোলে। সিএফসি-র টিডি শ্যাম থাপা সবুজ-মেরুনের খেলা দেখার পর বলে দেন, ‘‘ডাফি ছাড়া মোহনবাগানের কাউকেই তো সে ভাবে মনে ধরেনি। নিজে স্ট্রাইকার হিসেবে বলছি, আই লিগের জন্য মোহনবাগান ভাল স্ট্রাইকার পেয়ে গিয়েছে।’’ কলকাতার তিন প্রধানই প্রচুর অনুশীলন ম্যাচ খেলছে। আজ ইস্টবেঙ্গল খেলবে জর্জের সঙ্গে।

এ দিকে কলকাতা লিগের সূচি আজ শনিবার ঘোষণা করতে চলেছে আইএফএ। ২৭ জুলাই প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। জানা গিয়েছে, প্রাথমিক ভাবে যে সূচি তৈরি হয়েছে তাতে ৩ অগস্ট নামতে পারে ট্রেভর মর্গ্যানের ইস্টবেঙ্গল। তারপর শঙ্করলাল চক্রবর্তীর মোহনবাগান। ২৭ অগস্ট ডার্বি করার চেষ্টা চলছে। তবে তার আগে কোথায় খেলা হবে তা ঠিক করতে হবে আইএফকে। নিতে হবে পুলিশের অনুমতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন