অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

পঞ্চাশ দিন পরে অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। চার ম্যাচ পরে শুধু জয়ে ফেরাই নয়, রবিবার রঞ্জন চৌধুরীর দল বারাসতে দাপুটে ফুটবল খেলে মিনার্ভা পঞ্জাবকে হারাল ৩-১।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০৪:০৯
Share:

সফল: গোল করলেন রবিন সিংহ। নিজস্ব চিত্র

পঞ্চাশ দিন পরে অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। চার ম্যাচ পরে শুধু জয়ে ফেরাই নয়, রবিবার রঞ্জন চৌধুরীর দল বারাসতে দাপুটে ফুটবল খেলে মিনার্ভা পঞ্জাবকে হারাল ৩-১। ম্যাচের পর বারাসতে লাল-হলুদ সমর্থকদের হতাশা মেশানো প্রতিক্রিয়া, ‘‘ই্স, আরও দু’ম্যাচ আগে মর্গ্যান গিয়ে যদি রঞ্জন-মনোরঞ্জন আসতেন...।’’

Advertisement

ইস্টবেঙ্গলের হয়ে এ দিন গোল করলেন ওয়েডসন আনসেলমে, রবিন সিংহ, বিকাশ জাইরু।

চার ম্যাচ পর ঝকঝকে জয় পেলেও লাল-হলুদ রক্ষণের দৈন্যতা এ দিনও স্পষ্ট। যার প্রকাশ শেষ বেলায় গোল হজম করে। ইস্টবেঙ্গল রক্ষণের ভুলভ্রান্তিকে কাজে লাগিয়ে গোল করে যান মিনার্ভার কৃষ্ণ পণ্ডিত।

Advertisement

ম্যাচ জিতে উঠে ইস্টবেঙ্গলের সহকারী কোচ রঞ্জন চৌধুরী বললেন, ‘‘একটা জয়ের দরকার ছিল টিমটাকে ছন্দে ফেরাতে। তা কিছুটা হয়েছে। কিন্তু এখনও রক্ষণ নিয়ে অনেক খাটতে হবে আমাদের।’’

আরও পড়ুন...
সাফল্য না পেলে সরতে হবে: সঞ্জয় বলছেন সঞ্জয়

ম্যাচের শুরুতেই ইস্টবেঙ্গল সহকারী কোচ ফুটবলারদের বলে দিয়েছিলেন, ‘‘তোমরা দেশের অন্যতম সেরা টিমের ফুটবলার। একটা জয় দরকার। আজ সেই জয়টা নিয়ে ফিরে এস। আর দেখিয়ে দাও তোমরাও কারওর চেয়ে কোনও অংশে কম যাও না।’’

কথা রাখতে পেরে খুশি ফুটবলাররাও। এ দিনের গোলদাতা বিকাশ জাইরু বলছিলেন, ‘‘গুমোট ড্রেসিংরুম দেখতে দেখতে হতাশা চলে আসছিল সবার মধ্যে। এ দিনের জয়ের ফলে তা কিছুটা কাটল।’’

এ দিনের গোলের ফলে ওয়েডসনের সাত গোল হয়ে গেল লিগে। মিনার্ভার বিরুদ্ধে এটি তাঁর চতুর্থ গোল। প্রথম পর্বে পঞ্জাবের দলটিকে ৫-০ হারিয়েছিল ইস্টবেঙ্গল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন